বিজেপির দখলে দার্জিলিং পুরসভা, গেরুয়া শিবিরে যোগ ১৭ কাউন্সিলরের
Last Updated:
#দার্জিলিঙ: দলবদলের খেলায় এবার বিজেপির দখলে দার্জিলিং পুরসভা। ওই পুরসভায় মোট ৩২ আসন। আজ দিল্লিতে বিজেপিতে যোগ দেন গোর্খা জনমুক্তি মোর্চার ১৭ কাউন্সিলর। গোর্খা জনমুক্তি মোর্চার এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। আরেক কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। ফলে, দার্জিলিং পুরসভায় এখন সংখ্যাগরিষ্ঠ বিজেপি। এর আগে, একইভাবে ভাটপাড়া, নৈহাটি, কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভা দখল করে বিজেপি।
অন্যদিকে, পুরপ্রধান শঙ্কর আড্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন কাউন্সিলররা ও তার জেরেই কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে বনগাঁ পুরসভায় । গতকালই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ১১ জন কাউন্সিলর । তারপরে আরও একবার অনাস্থা প্রস্তাব এনেছিলেন আরও ৩ কাউন্সিলর । ২২ আসনের পুরসভায় ২০ জন কাউন্সিলরই তৃণমূলের । বিক্ষুব্ধ কাউন্সিলররা পুরপ্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2019 6:45 PM IST