শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা! আজ প্রাণে মারার জন্যই...! বিস্ফোরক বিজেপি নেতা
- Published by:
- local18
Last Updated:
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালাল তৃণমূল
শ্যামনগর, উত্তর ২৪ পরগণা, অরুণ ঘোষঃ রাজ্যের বিরোধী দলনেতা তিনি। সেই শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন শুভেন্দু ও অন্যান্য বিধায়করা। অভিযোগ, সেই সময়ই নন্দীগ্রামের বিধায়কের কনভয়ে হামলা চালানো হয়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাজ্যজুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।
জানা যাচ্ছে, এদিন তৃণমূলের কর্মী, সমর্থকরা শুভেন্দুকে ঘিরে ধরে কালো পতাকা দেখান, গো ব্যাক স্লোগান তুলতে থাকেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে আসরে নামে বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু তা সত্ত্বেও কনভয়ে হামলা আটকানো যায়নি। এর প্রতিবাদ স্বরূপ রাজ্যজুড়ে পথে নামেন বিজেপির কর্মী, সমর্থকরা।
আরও পড়ুনঃ ভিনরাজ্য নয়, বাংলাদেশি সন্দেহে এবার বাংলাতেই এক যুবককে মারধর! উত্তেজনা এলাকায়
শুভেন্দুর কনভয়ে হামলার প্রতিবাদে জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর ২৪ নং রেলগেট সংলগ্ন পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মী, সমর্থকরা। সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ অন্যান্য কর্মী সমর্থক। প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখা হয় ব্যস্ততম ঘোষপাড়া রোড।
advertisement
advertisement
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে এই বিষয়ে বলেন, পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালাল তৃণমূল। তাঁকে প্রাণে মারার জন্যই আজ এই হামলা চালানো হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 9:34 PM IST