Narada Scam: নারদ কাণ্ডে গ্রেফতারির প্রতিবাদ, দল ছাড়লেন আরও এক নেতা! অস্বস্তিতে বিজেপি

Last Updated:

নারদ কাণ্ডে (Narada Scam) ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়দের গ্রেফতারির প্রতিবাদে দল ছাড়লেন কোচবিহারের বিজেপি নেতা ভূষণ সিং৷ বিজেপি জেলা নেতৃত্বকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কোচবিহারের প্রাক্তন পুরপ্রধান৷

#কলকাতা: নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়দের গ্রেফতারির প্রতিবাদে দল ছাড়লেন কোচবিহারের বিজেপি নেতা ভূষণ সিং৷ বিজেপি জেলা নেতৃত্বকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কোচবিহারের প্রাক্তন পুরপ্রধান৷ গত ৩ এপ্রিল দিনহাটায় তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন ভূষণ৷ দেড় মাসের মাথায় দল ছাড়লেন তিনি৷
প্রসঙ্গত, কয়েকদিন আগে একই কারণ দেখিয়ে বিজেপি ছেড়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস৷ রাজ্যে নির্বাচনে বিজেপি-র বিপর্যয়ের পর নারদ গ্রেফতারিকে ঢাল করেই দলত্যাগী এই নেতারা ফের শাসক দলের সুনজরে পড়ার চেষ্টা করছেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷
নিজের পদত্যাগপত্রে ভূষণ লিখেছেন, করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে নারদ কাণ্ডে চার নেতাকে গ্রেফতার করেছে সিবিআই, তারই প্রতিবাদে দল ছাড়ছেন তিনি৷ তাঁর অভিযোগ, এই গ্রেফতারি পরেও করা যেত৷ বরং অতিমারির মধ্যে এমন পদক্ষেপ করায় সাধারণ মানুষই অনেক পরিষেবা থেকে বঞ্চিত হবেন বলে অভিযোগ ভূষণ সিং-এর৷ কেন্দ্রীয় সরকারের মনোভাবের তীব্র সমালোচনা করেন তিনি৷
advertisement
advertisement
একই সঙ্গে ভূষণ সিং-এর অভিযোগ, করোনা পরিস্থিতির মধ্যে কোচবিহারের বিজেপি সাংসদ নীতীশ প্রামাণিক বা সদ্য নির্বাচিত বিধায়করাও মানুষের পাশে দাঁড়াচ্ছেন না৷ তিনিও নিজেও কাজ করতে পারছেন না৷ তারও প্রতিবাদে তিনি দল ছাড়ছেন বলে জানিয়েছেন কোচবিহারের প্রাক্তন পৌর প্রধান৷ প্রসঙ্গত, কোচবিহারে ৯টি বিধানসভা আসনের মধ্যে ৭টিতেই জিতেছে বিজেপি৷ দু'টিতে জয়ী হয় তৃণমূল৷ তবে তৃণমূলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত এখনও নেননি বলেই দাবি করেছেন ভূষণ৷
advertisement
যদিও ভূষণ সিং-এর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহারে বিজেপি-র জেলা সভানেত্রী মালতী রাভা৷ তাঁর পাল্টা দাবি, দল ছাড়ার জন্য মিথ্যে অভিযোগ করছেন ভূষণ৷ মালতীদেবীর আরও অভিযোগ, ভূষণ সিং কোচবিহারের পুরপ্রধান থাকাকালীন মানুষ কোনও পরিষেবা পাননি৷
Prabir Kundu
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Narada Scam: নারদ কাণ্ডে গ্রেফতারির প্রতিবাদ, দল ছাড়লেন আরও এক নেতা! অস্বস্তিতে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement