West Bengal Municipal Election Results: নিজের ওয়ার্ডেও হার, সুকান্তর জেলাতেই খাতা খুলতে পারল না বিজেপি

Last Updated:

ঝড় তো নয় এ যেন সুনামি। আর সেই সুনামির ধাক্কায় উড়ে গেল বিজেপি (West Bengal Municipal Election Results)।

সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
#বালুরঘাট: নিজের গড় ধরে রাখতে পারলেন না বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)৷ বিজেপি রাজ্য সভাপতি ও স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷ পুরভোটে গোটা রাজ্যের মতো বালুরঘাটেও ঘাসফুলের দাপট (West Bengal Municipal Election Results 2022)৷ সুকান্তবাবু যে এলাকার বাসিন্দা, সেই ২২ নম্বর ওয়ার্ডে ৫১২ ভোটে জয়ী হলেন মহিলা তৃণমুলের জেলা নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী।
ঝড় তো নয় এ যেন সুনামি। আর সেই সুনামির ধাক্কায় উড়ে গেল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট, দুই পুরসভারই পুনরায় দখল নিল তৃনমুল। উনিশের লোকসভা নির্বাচনে পদ্ম ঝড় দেখেছিল এই জেলা। কিন্তু বিধানসভা ভোটে সেই ঝড় ছিল অনেকটাই স্তিমিত। কিন্তু বাইশের পুরভোটে জেলা দেখল সবুজ সুনামি। এই সুনামি যে ধেয়ে আসতে চলেছে সেটা কিন্তু ৪ পুরনিগমের ফলই ইঙ্গিত দিয়ে দিয়েছিল আগেভাগেই।
advertisement
advertisement
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিজস্ব জেলা দক্ষিণ দিনাজপুর জেলার ২টি পুরসভায় এবারে ভোট হয়েছিল শান্তিপূর্ণ ভাবে। বালুরঘাট ও গঙ্গারামপুর- দু'টি পুরসভাতেই কার্যত বিজেপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতা দখল করেছে তৃণমূল। বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে ফুটেছে ঘাসফুল। ২টি ওয়ার্ড গিয়েছে বামেদের দখলে। কোথাও নেই বিজেপি। গঙ্গারামপুরের ১৮টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল।
advertisement
ভোটের আগে রাজ্য সরকার পরিচালিত পুরসভার বিভিন্ন আর্তসামাজিক উন্নয়নমুলক স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী প্রকল্পগুলিই শাসক দলকে অনেকটা এগিয়ে গিয়েছে বলে মেনে নিচ্ছেন জেলার বিরোধী নেতারাও। একই সঙ্গে বিজেপি সহ বিরোধীদের অভিযোগ, ছাপ্পা ও অশান্তি ভরা এই নির্বাচন প্রহসন ছাড়া আর কিছু নয়।
advertisement
তবে ভোটের ফলাফল জানান দিচ্ছে তৃণমুলের সুনামিতে বিজেপি সর্বত্রই ভ্যানিশ। বরঞ্চ মাঠে থাকছেন বামেরা।
Anup Sanyal
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Municipal Election Results: নিজের ওয়ার্ডেও হার, সুকান্তর জেলাতেই খাতা খুলতে পারল না বিজেপি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement