Bizzare News: সুপারি! প্রাণ নিয়ে নিল তরুণীর, কীভাবে হল এই অসম্ভব কাণ্ড, তোলপাড়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Bizzare News:জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের আলতা গ্রামে শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনায় সুপারি খেতে গিয়ে প্রাণ গেল এক গৃহিনীর। মৃতার নাম রিঙ্কি পারভিন (৩০)।
জলপাইগুড়ি: চা খাওয়ার পরই কাঁচা সুপারি খাওয়ার অভ্যাস? এই বদঅভ্যাস ত্যাগ করুন এক্ষুনি। না প্রাণ দিয়ে এর মূল্য চোকাতে হতে পারে। আর আজ এমনই একটি দুর্ভাগ্যজনক ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল রোজকার এই বদভ্যাস কত বড় বিপদ ডেকে আনতে পারে জীবনে।
শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও এখনও অনেকেরই অভ্যেস রয়েছে চা খাওয়ার পরে কাঁচা সুপারি চেবানোর। শহর হোক বা গ্রামের ভেতরে…খুঁজলে এমন অনেক মানুষকেই পাওয়া যাবে যাদের এই বদঅভ্যাস রয়েছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু, চিকিৎসকেরা জানাচ্ছেন চা খাওয়ার পরেই কাঁচা সুপারি খাওয়া এক্কেবারেই উচিত নয়। ঠিক কী হয়েছিল? এদিন সকাল হতেই সুপারি গলায় আটকে মৃত্যু হল প্রাণবন্ত এক যুবতীর। প্রাতঃরাশ সেরে সুপারি খেতেই বাঁধে বিপত্তি। শেষে সেই সুপারি প্রাণ হারানোর কারণ। গলায় আটকে মৃত্যু হল ১৯ বছরের যুবতীর।
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত যুবতীর নাম রিঙ্কি পারভিন। তাঁর বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি মহাকুমার ঝুমুর এলাকায়। সূত্রের খবর, এদিন সকালে রিঙ্কি ঘুম থেকে উঠে চা খাওয়ার পর কাঁচা সুপারি খায়। সেই সময় আচমকাই কাঁচা সুপারি তাঁর গলায় আটকে যায়। বাড়ির লোকজনের চোখে পড়ে রিঙ্কির শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলেও প্রাণে বাচানো সম্ভব হয়নি তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।পুলিশের তরফে দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । এই ঘটনা সামনে আসতেই চিকিৎসকেরা বারংবার সতর্ক করছেন এই ধরনের কাজ থেকে বিরত থাকার। আপনারও এমন অভ্যাস থাকলে শুধরে যান এক্ষুনি।
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 6:54 PM IST