বিমলের ডেরায় ঢুকে উন্নয়নের আশ্বাস জিটিএ প্রধান বিনয়ের

Last Updated:

এবার খোদ বিমল গুরুঙের ডেরায় হানা দিয়ে উন্নয়নের বার্তা বিনয়ের।

#দার্জিলিং: এবার খোদ বিমল গুরুঙের ডেরায় হানা দিয়ে উন্নয়নের বার্তা বিনয়ের। রবিবার পাতলেবাসে যান জিটিএ প্রধান। ঘুরে দেখেন সিংমারি পার্টি অফিস চত্বর। কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে। জামুনিতে সভা করে এলাকায় পানীয় জল ও রাস্তার সমস্যা মেটানোর প্রতিশ্রুতিও দেন। গোপনে পাহাড় ছেড়ে দিল্লিতে প্রকাশ্যে এলেও খোদ গুরুঙের খাসতালুকে এদিন যথেষ্ট অভ্যর্থনাও জোটে বিনয় তামাঙের।
বিমল গুরুঙের নাম ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পাহাড়ে। সেই আশঙ্কায় দীর্ঘ অজ্ঞাতবাসের পর, আচমকা দিল্লিতে বিমল গুরুঙের উদয় হয়েছিল। তার দু’দিন পরেই বিমল গুরুঙের রক্তচাপ ফের বাড়িয়ে দিলেন বিনয় তামাং। এবার সরাসরি, গুরুঙের ঘাঁটিতে হানা দিয়ে পাল্টা বার্তা দিলেন জিটিএ প্রধান।
এদিন বিনয় তামাংকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস ছিল চূড়ান্ত। সর্বত্রই তাঁকে খাদা পরিয়ে সম্মান জানানো হয়। জামুনিতে সভা করেন জিটিএ প্রধান। এলাকায় রাস্তা ও পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দেন তিনি।
advertisement
advertisement
রবিবার, সিংমারিতে মোর্চার পার্টি অফিস চত্বরে যান বিনয় তামাং। সেখান থেকে যান গুরুঙের একসময়ের বাড়ির এলাকা পাতলেবাসেও। এরপর, রওনা দেন টাকভর চা বাগান চত্বরে। সেখান থেকে সিংনা হয়ে বিনয় যান গোক ও জামুনিতে।
আদালতের আস্থা বাড়াতে প্রকাশ্যে এসে সুর নরম করে বার্তা দিয়েছেন বিমল। কিন্তু তাঁর ডেরার বাসিন্দারাই আস্থা দেখালেন বিনয় তামাঙের ওপর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিমলের ডেরায় ঢুকে উন্নয়নের আশ্বাস জিটিএ প্রধান বিনয়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement