মোর্চা নেতৃত্বে রদবদল, নতুন সভাপতি হলেন বিনয় তামাং
Last Updated:
মোর্চার সভাপতি হলেন বিনয় তামাং। জিটিএর পর এবার দলের রাশও হাতে এল বিনয়ের। সাধারণ সম্পাদক হলেন অনীল থাপা।
#শিলিগুড়ি: মোর্চার সভাপতি হলেন বিনয় তামাং। জিটিএর পর এবার দলের রাশও হাতে এল বিনয়ের। সাধারণ সম্পাদক হলেন অনীল থাপা। মোর্চা থেকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হল বিমল গুরু, রোশন গিরি, আশা গুরুং-সহ চোদ্দো জনকে। আজ ঘুমে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রত্যাশামতই পাহাড়বাসীর সমর্থনও মিলেছে এই সিদ্ধান্তে।
বিনয় দাজুতেই আস্থা রাখল মোর্চা। বিমল গুরুংকে সরিয়ে মোর্চার সভাপতি হলেন বিনয় তামাং। সোমবার ঘুমে বৈঠকে বসেন মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা। সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দাবি ওঠে,
মোর্চার বৈঠকে দাবি
advertisement
- ৬ মাস ধরে বিমল গুরুং, রোশন গিরি-সহ বেশ কয়েক জন নেতা নিষ্ক্রিয়
advertisement
- মোর্চার দলীয় সংবিধান সেই অনুমোদন দেয় না
- ফলে তাঁদের দল থেকে সাসপেন্ড করা হোক
বৈঠকে উপস্থিত মোর্চার কেন্দ্রীয় কমিটির প্রায় সব সদস্যই সেই বক্তব্যকে সমর্থন করেন।
মোর্চা নেতৃত্বে রদবদল
- মোর্চার নতুন সভাপতি হলেন বিনয় তামাং
- মোর্চার সাধারণ সম্পাদক হলেন অনীত থাপা
advertisement
নিষ্ক্রিয় ও ফেরার নেতাদের দল থেকে ছয় মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সাসপেন্ড বিমল-রোশন
- ৬ মাসের জন্য সাসপেন্ড বিমল গুরুং ও রোশন গিরি
- সাসপেন্ড করা হয়েছে মহিলা নেত্রী আশা গুরুং ও সরোজ থাপাকেও
- সব মিলিয়ে ১৪ জন মোর্চা নেতাকে সাসপেন্ড করা হয়েছে
পরবর্তী কেন্দ্রীয় কমিটির বৈঠকে খালি পদগুলির জন্য নেতা নির্বাচিত হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শিলিগুড়ির সুকনায় সভা করবে মোর্চা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2017 4:42 PM IST