গুরুংপন্থী মোর্চায় ভাঙন অব্যাহত! দল ছাড়লেন অন্যতম প্রতিষ্ঠাতা রাজু প্রধান, ভিড় বাড়ছে বিজেপিতে

Last Updated:

তৃণমূলের সঙ্গে গুরুংরা হাত মেলানোর সিদ্ধান্তকে 'না' ঘোষণা করেই বৃহস্পতিবার দল ছাড়ার কথা প্রকাশ্যে বলেন রাজু প্রধান।

#শিলিগুড়ি: বিমলপন্থী মোর্চায় ফের ভাঙন। আজ দল ছাড়লেন প্রতিষ্ঠাতা সদস্য রাজু প্রধান। তৃণমূলের সঙ্গে গুরুংরা হাত মেলানোর সিদ্ধান্তকে 'না' ঘোষণা করেই বৃহস্পতিবার দল ছাড়ার কথা প্রকাশ্যে বলেন রাজু প্রধান। ২০০৭ সাল থেকেই দার্জিলিংয়ে বিমলের সঙ্গী ছিলেন রাজু। কিন্তু সাড়ে তিন বছর পর ফের প্রকাশ্যে এসে গুরুং জানিয়ে দেন একুশের নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট গড়েই লড়বেন। মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। গুরুং ঘোষণা করেন, "২০২৪-র লোকসভা ভোটে পাহাড়ের দাবিকে যে দল সমর্থন জানাবে তাঁদের সঙ্গেই জোট গড়বেন।" কিন্তু গুরুংয়ের এই ঘোষণাকে সমর্থন করতে পারেননি রাজু প্রধান। তারপরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, এর আগে দল ছেড়েছেন দার্জিলিংয়ের তিলক রোকা-সহ একাধিক বিমলপন্থী নেতা। সম্প্রতি তাঁরা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। বিমলের ছত্র ছায়ায় বেড়ে ওঠা একের পর এক নেতা দল ছাড়ছেন। বেশ কিছু গুরুং ঘনিষ্ঠ নেতা শিবির পালটে যোগ দিয়েছেন বিনয়পন্থী মোর্চাতেও। তবুও ভাঙছেন না গুরুং। গুরুংপন্থী মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি সাফ জানান, "এতে দলে কোনও প্রভাব পড়বে না। কিছু নেতা দল ছাড়লেও সমর্থকেরা তাদের শিবিরেই রয়েছেন। এবং আসন্ন বিধানসভা নির্বাচনেই তার প্রমাণ মিলবে।"
advertisement
বিজেপিতে গোর্খা-ত্যাগী নেতা রাজু প্রধান।  বিজেপিতে গোর্খা-ত্যাগী নেতা রাজু প্রধান।
advertisement
একেই পাহাড়ে যুযুধান দুই মোর্চা শিবিরের মধ্যে চাপানউতোর চলছে। দুই শিবির তৃণমূলের সঙ্গে থাকলেও এখনও পর্যন্ত এক মঞ্চ ভাগ করার জায়গায় পৌঁছয়নি। যা যথেষ্টই ভাবাচ্ছে ঘাসফুল শিবিরকে। যদিও বিমল গুরুং জনসমর্থন আদায়ে ছুটে বেড়াচ্ছেন পাহাড় থেকে সমতলে। এই মূহূর্তে ডুয়ার্সের গোর্খা অধ্যুষিত এলাকায় সভা, বৈঠক করে চলেছেন। পাহাড়ের তিনটি আসনের পাশাপাশি সমতলেও বেশী সংখ্যায় আসনে তৃণূলকে জেতানোই তাঁর লক্ষ্য। বিজেপি পাহাড়বাসীকে ধোঁকা দিয়েছে। তারই উচিৎ শিক্ষা এ বারে দেওয়া হবে...গেরুয়া শিবিরের বিরুদ্ধে হুঙ্কার গুরুংয়ের।
advertisement
অন্যদিকে, বিজেপির সাংসদ রাজু বিস্তা বলেন, পাহাড়ে দলের শক্তি ক্রমেই বাড়ছে। পাহাড়বাসী তাদের সঙ্গেই ছিলেন এবং থাকবেন। ভোটের ফলেই তার প্রমাণ মিলবে।
Partha Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গুরুংপন্থী মোর্চায় ভাঙন অব্যাহত! দল ছাড়লেন অন্যতম প্রতিষ্ঠাতা রাজু প্রধান, ভিড় বাড়ছে বিজেপিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement