পাহাড়ে জোট জট অব্যাহত! ৩ আসনেই প্রার্থী দিতে চাইছে তৃণমূলপন্থী দুই মোর্চা, দুশ্চিন্তায় ঘাসফুল শিবির

Last Updated:

আসছে ভোট। রাজ্যজুড়েই চলছে রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত ব্যস্ততা। প্রার্থী বাছাইয়ের দিকে জোর দিচ্ছে ডান, বাম সবপক্ষই। প্রার্থী তালিকায় সব রাজনৈতিক দলই চাইছে চমক দিতে।

#শিলিগুড়ি: আসছে ভোট। রাজ্যজুড়েই চলছে রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত ব্যস্ততা। প্রার্থী বাছাইয়ের দিকে জোর দিচ্ছে ডান, বাম সবপক্ষই। প্রার্থী তালিকায় সব রাজনৈতিক দলই চাইছে চমক দিতে। এমতাবস্থায় শৈলশহরেও বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মূলত পাহাড়ে এবারে সম্মুখসমরে তৃণমূল বনাম বিজেপি। নির্বাচন যত এগিয়ে আসছে পাহাড়ে বাড়ছে জট। আর তার জেরেই চাপ বাড়ছে ঘাসফুল শিবিরে।
এ বারে পাহাড়ের তিন আসনের পাশাপাশি সমতলের তরাই ও ডুয়ার্সে লোকসভার ধাক্কা সামলাতে গুরুংয়ের সঙ্গে হাত মেলায় তৃণমূল। পুজোর আগে কলকাতায় সাড়ে তিন বছর পর আত্মপ্রকাশ করেই বিমল গুরুং ঘোষণা করেন, বিজেপি পাহাড়বাসীকে ধোঁকা দিয়েছে। একুশের নির্বাচনে তাই তৃণমূলের সঙ্গেই জোট গড়ে লড়বে তাঁর মোর্চা। আর এতেই বেঁকে বসে বিনয় তামাং শিবির। পাহাড়ে পৌঁছে গুরুংও সাফ বলেন, বিনয়পন্থীদের সঙ্গে মঞ্চ শেয়ার করা হবে না। পালটা বিনয় তামাংও ঘোষণা করেন গুরুংদের সঙ্গে কোনও সমঝোতা নয়। অথচ মোর্চার যুযুধান দুই শিবিরই তৃণমূলের সঙ্গে। কিন্তু আসন্ন নির্বাচনে মোর্চার দুই শিবিরই পৃথকভাবে প্রার্থী দেবে। এতেই চিন্তা বাড়ছে তৃণমূল শিবিরে।
advertisement
advertisement
অন্যদিকে, তৃণমূলের পার্বত্য শাখাও দলীয় প্রতীকে প্রার্থী দিতে প্রস্তুত। যুব তৃণমূল এই দাবী তুলেছে। যদিও পার্বত্য শাখার সভাপতি এল বি রাই জানান, তিন আসনই পাবে তৃণমূলজোট। হাইকমাণ্ড যা সিদ্ধান্ত নেবে, সেই পথেই হাঁটবে তারা। বিনয়পন্থী মোর্চার সভাপতি বিনয় তামাং জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে তাদের যে জোট রয়েছে, সেখানেই বলাই আছে লোকসভায় লড়বে তৃণমূল, বিধানসভায় লড়বে তারা। একইসঙ্গে বিমলপন্থী মোর্চার মুখপাত্র বিনিতা রোকা স্পষ্ট জানান, তারাই তিন আসনে প্রার্থী দেবে। অন্য দল কী সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে চিন্তিত নন তারা।
advertisement
যদিও বিজেপি শিবিরের দাবি, তারাই এবারে তিন আসনে জয়ী হবে। জিএনএলএফ-সহ পাঁচটি আঞ্চলিক দলের সঙ্গে জোট গড়েই লড়বে বিজেপি। জয় নিয়ে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল চাইছে দুই মোর্চাকে একজোট করাতে। পাহাড়ের তিনটের মধ্যে কার্শিয়ং এবং কালিম্পংয়ে প্রার্থী দেবে বিনয়পন্থীরা। দার্জিলিং আসনে গুরুংপন্থী। যদিও এই আসন রফা নিয়ে মুখে কুলুপ মোর্চা নেতৃত্বর।
advertisement
Partha Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে জোট জট অব্যাহত! ৩ আসনেই প্রার্থী দিতে চাইছে তৃণমূলপন্থী দুই মোর্চা, দুশ্চিন্তায় ঘাসফুল শিবির
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement