Alipurduar News: আলোকসজ্জায় এবারের থিম রাম ও রামমন্দির, বিগ বাজেটের ছট পুজোর আয়োজন কালচিনিতে
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
ডুয়ার্সের বিগ বাজেটের ছটপুজোর আয়োজন করা হয় কালচিনি ব্লকজুড়ে।বাসরা নদীর ঘাটে সবচাইতে বড় ছট ঘাট তৈরির কাজ হয়েছে।এদিন সন্ধ্যায় হবে অস্তগামী সূর্যের পুজো।তারজন্য চলছে জোর প্রস্তুতি।
আলিপুরদুয়ার: ডুয়ার্সের বিগ বাজেটের ছটপুজোর আয়োজন করা হয় কালচিনি ব্লকজুড়ে।বাসরা নদীর ঘাটে সবচাইতে বড় ছট ঘাট তৈরির কাজ হয়েছে।এদিন সন্ধ্যায় হবে অস্তগামী সূর্যের পুজো। তারজন্য চলছে জোর প্রস্তুতি।
ডুয়ার্সে অন্যতম বড় উৎসব ছট পুজো।আজ ও আগামীকাল ছট পুজো।অবাঙালিদের অন্যতম বড় উৎসব এই ছট পুজো। যা প্রতিবছরই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে জাকজমকপূর্ণভাবে পালিত হয়।
ইতিমধ্যেই ডুয়ার্সের কালচিনি ব্লকে চলছে ছট পুজোর প্রস্তুতি।পুজোর ঘাট পরিদর্শন করেছেন পুলিশ কর্তারা।এই ঘাটে প্রায় ৫০ বছর ধরে পুজো করছেন ছটব্রতীরা।
advertisement
ডুয়ার্সের অন্যতম বিগ বাজেটের ছট পুজোর আয়জন করা হয় কালচিনি ব্লকের এই বাসরা ঘাটে। পুর ঘাটকে আলোকসজ্জার মধ্য দিয়ে সাজিয়ে তোলা হয়।এবারে আলোকসজ্জায় থাকছে রাম ও রামমন্দির।
advertisement
তবে এবছরও সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করতে পারে বুনো হাতি।কারণ বাসরা নদীর ঘাটে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে হাতির দল৷
ছটপুজো কমিটির তরফে চঞ্চল দাস জানান, “এই ঘাটে প্রতিবছর ছট পুজোর আয়োজন করে থাকি আমরা।পুর ঘাটটি সাজান হয়।আগের থেকেই ব্রতীরা ঘাটে নিজেদের জায়গা স্থায়ী করে রাখেন।এবারে নদীর থেকে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে ছট পুজোর মন্ডপ তৈরি করা হয়েছে।যাতে বন্যপ্রাণীদের থেকে ব্রতীদের সুরক্ষিত রাখা যায়।”
advertisement
ছটপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করা হয়। আর এই ছট পুজোকে সকল সম্প্রদায়ের মেল বন্ধনের একটি উৎসও বলা হয়।
ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে নানা ভাষাভাষীর মানুষ ছট পুজোয় সময় এই বাসরা ঘাটে উপস্থিত হন।তবে ছটপুজো কমিটির পক্ষ থেকে বনদফতরের কাছে টহলদারির আবেদন জানান হয়েছে।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 5:19 PM IST