Malda News: বইছে চরম 'লু'! তীব্র তাপপ্রবাহে পুড়ছে মালদহ, পুরকর্মীদের জন্য বড় ঘোষণা পুরসভার

Last Updated:

Malda News: আউটডোর পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষায় দৈনিক বরাদ্দ গ্লুকোজ। কাজের মাঝে এক ঘন্টা 'বিশ্রাম'।

পুরকর্মীদের জন্য বড় ঘোষণা পুরসভার
পুরকর্মীদের জন্য বড় ঘোষণা পুরসভার
মালদহ: বৈশাখের দাবদাহে পুড়ছে মালদহ। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় গত কয়েকদিন ধরেই উঠে এসেছে মালদহের নাম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক নাগাড়ে ৪০ ডিগ্রির ওপরে। আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়ার সতর্কতা রয়েছে। প্রচন্ড গরমের কারণে একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কিন্তু এরপরেও এমন বহু মানুষ রয়েছেন যাঁদের কাজের প্রয়োজনে বের না হলেই নয়। অনেকে আবার কাজ করেন প্রখর রোদের মধ্যেই। মালদহের ইংরেজবাজারে পুর কর্মীদের পাশে দাঁড়াল মানবিক পুরসভা। একদিকে প্রচন্ড গরমের মধ্যেও পুরপরিষেবা বজায় রাখার দায়বদ্ধতা। অন্যদিকে পুরকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা। এই দুইয়ে মিলিয়ে রাস্তায় বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত পুর কর্মীদের জন্য বড় ঘোষণা মালদহের ইংরেজবাজার পুরসভার।
advertisement
advertisement
এখন থেকে প্রতিদিন পুরকর্মীরা পাবেন পুরসভার তরফে গ্লুকোজ। প্রত্যেকের মাথায় টুপির ব্যবস্থাও করেছে পুরসভা। এর পাশাপাশি একনাগাড়ে কাজ থেকে রেহাই দিতে দৈনিক এক ঘন্টা করে ‘বিশ্রাম’ নিতে পারবেন পুরসভার কর্মীরা। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।মালদহের ইংরেজবাজার পুরসভায় হাজারেরও বেশি কর্মী রয়েছেন যাঁরা প্রতিদিন আউটডোরে বিভিন্ন পরিষেবার কাজে যুক্ত থাকেন। এঁদের মধ্যে রয়েছেন সাফাই কর্মী, বিদ্যুৎ বিভাগের কর্মী, যান নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত কর্মী এবং জল সরবরাহ বিভাগের কর্মীরা। সূর্য যখন মধ্যগগনে অর্থাৎ গরম সবচেয়ে বেশি। সেইসব সময়েও রাস্তায় কাজ করতে হয় এইসব পুরকর্মীদের।
advertisement
আবার এঁরা পথে না নামলে পুর পরিষেবাও ব্যাহত হতে বাধ্য। নানান জরুরী কাজকর্মের সঙ্গে যুক্ত এমন হাজারেরও বেশি কর্মীদের জন্য এবার টুপির ব্যবস্থা করেছে পুরসভা। প্রতিটি কর্মী যখন রাস্তায় বেরিয়ে কাজ করবেন, মাথায় বাধ্যতামূলক ভাবে থাকবে টুপি। প্রতিটি টুপিতে থাকছে পুরসভার নির্দিষ্ট লোগো। এছাড়া কর্মী পিছু প্রতিদিন বরাদ্দ হচ্ছে গ্লুকোজ। কাজের ফাঁকে প্রয়োজন মতো এক ঘন্টা বিশ্রামে থাকতে পারবেন পুরকর্মীরা। নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রেখে পরিষেবা চালানোর নির্দেশ দিয়েছে পুরসভা। এমন নির্দেশে খুশি পুরকর্মীরাও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বইছে চরম 'লু'! তীব্র তাপপ্রবাহে পুড়ছে মালদহ, পুরকর্মীদের জন্য বড় ঘোষণা পুরসভার
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement