Bengali Video: বলিউডের তারকা নন, ফ‍্যাশন শো-এর র‍্যাম্প কাঁপাল সারমেয়রা! দেখুন ভিডিও

Last Updated:

ফ্যাশন শো'র পাশাপাশি শিলিগুড়ির এই অনুষ্ঠানে কুকুরদের বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছিল। দেশি-বিদেশি প্রায় ৫০ টি কুকুরকে নিয়ে এই শোয়ের আয়োজন করা হয়েছিল

+
ডগ

ডগ শো

শিলিগুড়ি: চলচ্চিত্র জগতের নামিদামি তারকারা নন, র‍্যাম্প মাতাচ্ছে কুকুর! গুজব নয়, এমনটাই ঘটেছে বাস্তবে। এতদিন সকলে বলিউড, টলিউডের তারকাদের ফ্যাশান শো, র‍্যাম্পে হাঁটতে দেখেছেন। তবে এবার শিলিগুড়িবাসী দেখল কুকুরদের ফ্যাশান শো। মানুষদের মতো কুকুরদেরও যে ফ্যাশান শো, র‌্যাম্পে হাঁটার শখ হয় সেটা হয়ত বুঝতে পেরেছিলেন পশুপ্রেমী মৌসুমী পাল। আর তাই কুকুরদের নিয়ে এই অভিনব উদ্যোগ। শিলিগুড়ির উত্তরায়নে কুকুরদের এই ফ্যাশান শো-এর আয়োজন করা হয়।
ফ্যাশন শো’র পাশাপাশি শিলিগুড়ির এই অনুষ্ঠানে কুকুরদের বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছিল। দেশি-বিদেশি প্রায় ৫০ টি কুকুরকে নিয়ে এই শোয়ের আয়োজন করা হয়। চোখের পলকে নজর কাড়ল সারমেয়রা। দিব‍্যি লেজ উঁচিয়ে পোজ দিল তারা। গোল্ডেন রিট্রিভার, হাস্কি, ল্যাব্রাডর, পাগ সহ বহু বিদেশি কুকুর এই শো’তে অংশ নেয়। দেশী কুকুররা তাদের মনিবের সঙ্গে র‍্যাম্পে হেঁটে নজর কেড়েছে সকলের।
advertisement
advertisement
শিলিগুড়িতে এর আগেও অনেক জায়গায় সারমেয়দের ফ্যাশান শো হয়েছে। তবে এত বড় করে এর আগে এমন আয়োজন আগে কখনও দেখা যায়নি। এই ফ্যাশন শো’তে অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রত্যেকটি কুকুরদের জন্য মেমেন্টোর ব্যবস্থা ছিল।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
চাঁদমণি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রবীর শীল জানান, আবাসনে যাঁদের পোষ্য আছে, তাঁরা তো বটেই বাইরে থেকেও পোষ্য নিয়ে অনেকে এই ডগ-শো তে যোগ দেন। বিশিষ্ট পশুপ্রেমী মৌসুমি পাল এই কর্মসূচির মূলে। তাঁর কথায়, ‘পশুদের জন্য ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এই ডগ ফ্যাশন শো-এর আয়োজন করা হয়। ওদছর মত বিশ্বস্ত আর কেউ হয় না। আমি নিজে বহুদিন ধরেই রাস্তার কুকুরদের নিয়ে কাজ করছি। বর্তমানে ২৭ টি কুকুরের দেখভাল আমি নিজে করছি। আমার ইচ্ছে রয়েছে তাদের জন্য একটা শেল্টার হোম তৈরি করার।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali Video: বলিউডের তারকা নন, ফ‍্যাশন শো-এর র‍্যাম্প কাঁপাল সারমেয়রা! দেখুন ভিডিও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement