Bengali News: তৃপ্তি করে বিয়ের ভোজ খেলেন, তারপর... আর ফেরা হল না বাড়ি

Last Updated:

একটি মাছ বোঝাই গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় একটি দোকানের

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
কোচবিহার: মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার শহর সংলগ্ন মহিষবাথান এলাকার বাসিন্দারা। বিয়ে বাড়ির থেকে ফেরার সময় দু’জনের মর্মান্তিক মৃত্যু হল পথ দুর্ঘটনাতে। আরেকজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মাছ বোঝাই গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় একটি দোকানের। যদিও ঘটনার এলাকা থেকে পালিয়ে যায় ঘাতক ওই মাছের গাড়ির চালক ও অপর এক ব্যক্তি।
advertisement
advertisement
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ে বাড়ির থেকে বাসে করে ফিরেছিলেন ওই তিনজন। বাস থেকে নেমে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দ্রুত গতিতে আসা একটি মাছ বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। মৃতদের নাম অনির্বাণ চক্রবর্তী (১৬) এবং সাধনা ঘোষ (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত মানস ভট্টাচার্য (২৩)।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে ঘাতক গাড়ির চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। জানে গিয়েছে আহত ব্যক্তির শারীরিক পরিস্থিতি এখন কিছুটা হলে স্থিতিশীল।
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: তৃপ্তি করে বিয়ের ভোজ খেলেন, তারপর... আর ফেরা হল না বাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement