Bengali News: জোড়া হরিণের মৃত্যুতে জানা গেল ডাক্তারখানা আছে, কিন্তু ডাক্তার‌ নেই!

Last Updated:

দুটি হরিণের মৃত্যুর পরই মালদহ ডিয়ার পার্কের কর্মীরা লক্ষ্য করেন আরও একটি হরিণ অসুস্থ অবস্থায় আছে। বাকি হরিণদের যাতে কোন‌ও ক্ষতি না হয় তার জন্য তড়িঘড়ি মৃত দুই হরিণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

+
মৃত

মৃত হরিণের দেহ তুলে নিয়ে যাওয়া হচ্ছে 

মালদহ: হঠাৎ মৃত্যু দুটি পূর্ণবয়স্ক হরিণের। তাদের এই আকস্মিক মৃত্যুর কারণ জানতে নেওয়া হল ময়নাতদন্তের সিদ্ধান্ত। ডিয়ার পার্কের আরও একটি হরিণ অসুস্থ। পশু চিকিৎসকদের ধারণা, মৃত হরিণ দুটির ময়নাতদন্ত হলেই অসুখের আসল কারণ জানা যাবে। আর তার ফলেই সঠিক চিকিৎসা করে অসুস্থ হরিণটিকে সুস্থ করে তোলার সম্ভাবনা বাড়বে।
দুটি হরিণের মৃত্যুর পরই মালদহ ডিয়ার পার্কের কর্মীরা লক্ষ্য করেন আরও একটি হরিণ অসুস্থ অবস্থায় আছে। বাকি হরিণদের যাতে কোন‌ও ক্ষতি না হয় তার জন্য তড়িঘড়ি মৃত দুই হরিণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে হঠাৎ হরিণের মৃত্যুতে শোরগোল পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বারোদুয়ারি ডিয়ার পার্কে। এখানে পশু চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো নেই বলেছো নাকি আছে। সেইসঙ্গে পশু চিকিৎসকের‌ও অভাব। তাই হরিণদের যথপোপযুক্ত খাদ্য এবং পরিচর্যা হলেও অসুস্থ হয়ে গেলে মিলছে না চিকিৎসা। এই ঘটনায় ক্ষুব্ধ পশুপ্রেমীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লক অফিসের পাশেই আছে বারোদুয়ারি ডিয়ার পার্ক। এই পার্কে মোট ৩২ টি হরিণ ছিল। তার মধ্যে হঠাৎ দুটি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়। আরও একটি হরিণ অসুস্থ। মূলত এই ডিয়ার পার্কের দেখভাল করেন হরিশ্চন্দ্রপুর-২ ব্লক প্রশাসন। হরিণদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য। বিডিও নিজে দায়িত্ব নিয়ে হরিণদের যত্ন করেন। সময়মত খাবার দেন। কিন্তু চিকিৎসকের অভাবে তারা অসুস্থ হয়ে পড়লেই দেখা দেয় বিপত্তি। সবমিলিয়ে হঠাৎ হরিণদের মৃত্যু এবং অসুখে চিন্তিত এলাকার মানুষ।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: জোড়া হরিণের মৃত্যুতে জানা গেল ডাক্তারখানা আছে, কিন্তু ডাক্তার‌ নেই!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement