Bengali News: ৪ লাখ গাছ বিলি করেছেন এই ব্যক্তি! জানেন কে এই ট্রি-ম্যান?

Last Updated:

বিঘ্নিত হয়ে যাওয়া পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রায় ৪ লক্ষের উপরে গাছ বিতরণ করেছেন এই গাছ প্রেমিক তথা পরিবেশপ্রেমী দীনেশবাবু

+
গাছ

গাছ ম্যান

জলপাইগুড়ি: গোটা বিশ্বে ক্রমশই কমে আসছে গাছের সংখ্যা। ফলে প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। উষ্ণতার পারদ ক্রমেই চড়ছে। এই উষ্ণায়নের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে হিমালয়ের বরফ ঢাকা পাহাড়গুলো। গ্লোবাল ওয়ার্মিং কিংবা বিশ্ব উষ্ণায়ন এখন সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে । তাই পরিবেশের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে জলপাইগুড়ির গাছ ম্যান। কিন্তু কে এই গাছ ম্যান? তিনি কিই বা করেন?
বিঘ্নিত হয়ে যাওয়া পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রায় ৪ লক্ষের উপরে গাছ বিতরণ করেছেন এই গাছ প্রেমিক তথা পরিবেশপ্রেমী দীনেশবাবু। যে কোনও অনুষ্ঠান হোক কিংবা যে কোনও ফাঁকা জায়গা, চোখে পড়লেই তাঁর গাছ লাগানোর ইচ্ছে জেগে ওঠে। জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড সংলগ্ন এলাকার বাসিন্দা দীনেশবাবুর বাড়িতে যদি কেউ আসেন, সেই অতিথিকে উপহার হিসেবে তুলে দেন একটি গাছ। জলপাইগুড়ি শহরের সকলের কাছে তিনি ‘গাছম্যান’ নামেই পরিচিত।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যে কোনও সরকারি অনুষ্ঠান হোক কিংবা অন্যান্য অনুষ্ঠান, গাছের দরকার হলেই খোঁজ পড়ে দীনেশবাবুর। এই কাজের জন্য তিনি দেশ-বিদেশে বেশ কিছু সম্মাননাও পায়েছেন। উল্লেখ্য, বনাঞ্চলের যে সংখ্যক গাছ গাছালি রয়েছে তা নির্বিচারে ধ্বংস হয়ে যাচ্ছে। গাছের সংখ্যা কমায় বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতি বদলে পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনাই জীবনের একমাত্র ধ্যান-জ্ঞান গাছম্যানের।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: ৪ লাখ গাছ বিলি করেছেন এই ব্যক্তি! জানেন কে এই ট্রি-ম্যান?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement