Bengali News: পরিবেশকর্মীদের আন্দোলনে বদল সরকারি সিদ্ধান্তে, উন্নয়নমূলক কাজে নতুন নীতি বাংলায়

Last Updated:

গাছগুলো কাটার পরিবর্তে রাস্তার দুই ধারে প্রতিস্থাপন করার দাবি জানান ওই পরিবেশকর্মীরা। এই দাবিতে আন্দোলন শুরু করেন। অবশেষে পরিবেশ কর্মীদের দাবি মেনে নিয়েছে মালদহ জেলা প্রশাসন ও বন দফতর

+
রাস্তা

রাস্তা সম্প্রসারণের কাজের গাছ বাধা

মালদহ: পুরাতন মালদহ শহরে জাতীয় সড়কের সম্প্রসারণ করা হচ্ছে। এর জন্য প্রায় ৩৩ টি প্রাচীন বড় গাছ কাটার সিদ্ধান্ত হয়েছিল। প্রায় দুই কিলোমিটার রাস্তার দু’ধার জুড়ে এই গাছগুলো অবস্থিত। অধিকাংশ বট, পাকুর গাছ। রাস্তা সম্প্রসারণের জন্য এই গাছগুলি কাটার পরিকল্পনা নেয় পূর্ত দফতর। বন দফতরের কাছ থেকে গাছ কাটার অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু রুখে দাঁড়াল একদল স্বেচ্ছাসেবী কর্মী।
এই গাছগুলো কাটার পরিবর্তে রাস্তার দুই ধারে প্রতিস্থাপন করার দাবি জানান ওই পরিবেশকর্মীরা। এই দাবিতে আন্দোলন শুরু করেন। অবশেষে পরিবেশ কর্মীদের দাবি মেনে নিয়েছে মালদহ জেলা প্রশাসন ও বন দফতর। প্রশাসনের পক্ষ থেকে গাছ প্রতিস্থাপন করার আশ্বাস দেওয়া হয়েছে। পরিবেশ কর্মী রূপক দেব শর্মা বলেন, আমরা গাছগুলির প্রতিস্থাপন করার দাবিতে আন্দোলন করছি। সমস্ত গাছ না করলেও কিছু গাছ প্রতিস্থাপন করা যাবে। দেশের অন্যান্য রাজ্যে উন্নয়নমূলক কাজে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাইছি আমাদের রাজ্য এই ধরনের কাজ হোক। জেলা প্রশাসন ইতিমধ্যে গাছের প্রতিস্থাপন করতে রাজি হয়েছে। আগামীতে দেখা যাক কী হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সত্যি যদি এই গাছ গুলির প্রতিস্থাপন করা হয় তাহলে মালদহ তথা রাজ্যে প্রথম গাছ প্রতিস্থাপন করার নজির গড়ে উঠবে। দেশের অন্যান্য রাজ্যে উন্নয়নমূলক কাজের জন্য গাছের প্রতিস্থাপন ইতিমধ্যে করা হয়েছে। কিন্তু বাংলায় এই ধরনের কোনও উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। প্রশাসনের কাছে পরিকাঠামো না থাকায় তা সম্ভব হয়ে ওঠে না। তবে মালদাহের এই পরিবেশ কর্মীদের আন্দোলনের জেরে নড়েচড়ে বসেছে জেলা পূর্ত দফতর ও বন দফতর। ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে গাছ প্রতিস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারিভাবে ১০ টি গাছ প্রতিস্থাপন করার আশ্বাস দেওয়া হয়েছে। বাকি গাছগুলি না কেটে রাস্তার সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে পূর্ত দফতর।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: পরিবেশকর্মীদের আন্দোলনে বদল সরকারি সিদ্ধান্তে, উন্নয়নমূলক কাজে নতুন নীতি বাংলায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement