Bengali News: গুলতি দিয়ে শিকারের চেষ্টা, মারাত্মক অবস্থা জাতীয় পাখির
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
তৎক্ষণাৎ ময়ূরটিকে উদ্ধার করে রাজু নিজের বাড়িতে নিয়ে আসে। পাশাপাশি মালবাজারের পরিবেশপ্রেমী স্বরূপ মিত্রকে খবর দেওয়া হয়
জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গল থেকে চোরা শিকারিদের রুখতে একাধিকবার কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না চোরা শিকারীদের। মাল ব্লকের ডামডিং গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগান থেকে উদ্ধার হল একটি জখম ময়ূর। জানা গিয়েছে, এদিন বেদগুরু চা বাগানে ফ্যাক্টারি লাইনের পাশেই এই ময়ূরটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দা রাজু মুন্ডা। ময়ূরটির কাছে যেতেই রাজু দেখে সে কোনওভাবেই নড়াচড়া করতে পারছে না। উড়তে পারছে না, দাঁড়াতেও পারছে না ঠিক করে। ময়ূরটির পায়ে জখমের চিহ্ন চোখে পড়ে।
দেরি না করে তৎক্ষণাৎ ময়ূরটিকে উদ্ধার করে রাজু নিজের বাড়িতে নিয়ে আসে। পাশাপাশি মালবাজারের পরিবেশপ্রেমী স্বরূপ মিত্রকে খবর দেওয়া হয়। স্বরূপ মিত্র সহ অন্যান্য পরিবেশপ্রেমীরা তড়িঘড়ি সড়ক মিত্র মালবাজার থেকে ছুটে আসে বেদগুড়ি চা বাগানে। সেখানেই ময়ূরটিকে প্রাথমিক সুশ্রূষা করে খানিক সুস্থ করা হয়। এর কিছুক্ষণ পর ময়ূরটিকে চা বাগানে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে ময়ূরটি কোনওভাবেই দাঁড়াতে না পারায় মালবাজার ওয়াইল্ড লাইফের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বন দফতরের পক্ষ থেকে ময়ূরটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি পাঠানো হবে বলে জানা গিয়েছে। পরিবেশপ্রেমীদের তরফে চোট দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চোরাশিকারিরা শিকারের উদ্দেশ্যেই ময়ূরটির পায়ে গুলতি দিয়ে আঘাত করে। এই বিষয়ে স্বরুপ মিত্র বলেন, চা বাগান এলাকায় কেউ বা কারা গুলতি দিয়ে ময়ূরটি পায়ে মেরেছে। সেই কারণে ময়ূরটি হাঁটাচলা করতে পারছে না। সম্ভবত শিকারের উদ্দেশ্যেই অসাধু ব্যাক্তিরা ময়ূরটিকে গুলতি দিয়ে মেরেছে। এব্যাপারে চা বাগানে সচেতনতা শিবির করা প্রয়োজন। বনদফতর যাতে এই বিষয়ে কড়া নজরদারি চালায় তার আবেদন করেন তিনি।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2024 6:22 PM IST









