Bengali News: দেশের গ্রামে গ্রামে ঘুরে যাঁতি সংগ্রহ করছেন এই গ্রন্থাগারিক! কারণ জানলে হাঁ হয়ে যাবেন

Last Updated:

দেব-দেবীর মূর্তি আকৃতি থেকে ঘোড়া, মাছ সহ বিভিন্ন নকশার ও বিভিন্ন ধাতু দিয়ে তৈরি যাঁতি তিনি সংগ্রহ করেছেন

+
যাঁতি 

যাঁতি 

মালদহ: পুরনো সামগ্রী থেকে ঐতিহ্যবাহী জিনিস সংগ্রহ করা তাঁর নেশা। কারণ গ্রাম বাংলার বহু পুরনো জিনিসের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে, মানুষ সেগুলির ব্যবহার বন্ধ করে দিচ্ছে। সেগুলির মধ্যে অন্যতম একটি সুপারি কাটার যাঁতি। এক সময় গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে দেখা যেত। পান খাওয়ার আগে সুপারি কাটা হত এই যাঁতিতে। কিন্তু এখন আধুনিক সমাজে বাড়িতে পানের বাটা রেখে পান খাওয়ার রেওয়াজটাই প্রায় উঠে গিয়েছে। এমনকি অনুষ্ঠান বাড়িতে পান খাইয়ে অপ্যায়নের রেওয়াজ বাঙালি ভুলতে বসেছে। এমনই সব বিলুপ্তপ্রায় জিনিস সংগ্রহ করেন পেশায় গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা।
মালদহ শহরের গ্রিন পার্ক এলাকায় বাড়ি সুবীরবাবুর। তাঁর নেশা পুরনো সামগ্রী সংরক্ষণ করা। বিভিন্ন জিনিসের মধ্যে নজরকাড়া ভাবে তাঁর সংগ্রহশালায় মজুত করছেন সুপারি কাটার যাঁতি। এই প্রসঙ্গে সুবীরবাবু বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলি সংগ্রহ করেছি। বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। এগুলো প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্ম জানতে পারবে আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থা সম্পর্কে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক রাজ্য থেকে পুরনো সুপারি কাটার যাঁতি সংরক্ষণ করে চলেছেন এই গ্রন্থাগারিক। দেব-দেবীর মূর্তি আকৃতি থেকে ঘোড়া, মাছ সহ বিভিন্ন নকশার ও বিভিন্ন ধাতু দিয়ে তৈরি যাঁতি তিনি সংগ্রহ করেছেন। বর্তমানে তাঁর কাছে ৫০ রকমের সুপারি কাটার যাঁতি আছে। ১০০ বছরের পুরনো যাঁতিও রয়েছে তাঁর সংগ্রহে। ২৫ টি পিতল, ২০ টি লোহার ও পাঁচটি শঙ্কর ধাতুর যাঁতি আছে। বেশিরভাগ রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও বিহার থেকে সংগ্রহ করা। কয়েকটা পশ্চিমবঙ্গের।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: দেশের গ্রামে গ্রামে ঘুরে যাঁতি সংগ্রহ করছেন এই গ্রন্থাগারিক! কারণ জানলে হাঁ হয়ে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement