Sikkim News: অবশেষে ৪ দিন পর বড় সুখবর! খুলে গেল বাংলা-সিকিম লাইফ লাইন, শুরু শ্বেতীঝোরা দিয়ে একমুখী যান চলাচল
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sikkim News: অবশেষে টানা চারদিন বন্ধ থাকার পর ফের আংশিকভাবে চালু হল বাংলা-সিকিম সংযোগের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক।
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: অবশেষে টানা চারদিন বন্ধ থাকার পর ফের আংশিকভাবে চালু হল বাংলা-সিকিম সংযোগের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শ্বেতীঝোরা হয়ে শুরু হয় একমুখী যান চলাচল। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণকারী সংস্থা NHIDCL।
উল্লেখ্য, গত ৩ আগস্ট টানা বৃষ্টির জেরে শ্বেতীঝোরায় ভয়াবহ ধস নামে। ধসের ফলে জাতীয় সড়কের বড় একটি অংশ ভেঙে তিস্তা নদীতে তলিয়ে যায়। এর ফলে বাংলা-সিকিমের মধ্যে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। বহু পর্যটক ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে বিভিন্ন এলাকায়।
advertisement
advertisement
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্যোগ নেয় NHIDCL। সংস্থার আধিকারিক রাহুল কুমার গুপ্তা জানিয়েছেন, “পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। তাই কিছুটা সময় লেগেছে। আমরা আপাতত একমুখী চলাচলের অনুমতি দিচ্ছি, তবে নিচু এলাকাগুলিতে এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিতে দ্রুত মেরামতির কাজ চলবে।”
advertisement
এই আংশিক চালু হওয়া রাস্তা সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগ কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও চালকদের মধ্যে। তবে যাত্রীদের এখনই পূর্ণ স্বাভাবিকতা আশা না করে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 9:07 PM IST