Bengal News: একটা বাড়ি, তিনটে পরপর মৃত্যু! ব্যস, ভয়ঙ্কর ঘটনা কোচবিহারের সিতাইতে! কিছুই বুঝে উঠতে পারছেন না কেউ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengal News: জানা গিয়েছে, গত ২২ এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট বউ জয়ন্তী বর্মনের। এরপর ২৫ এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন।
শুভঙ্কর সাহা, সিতাই: দিনহাটা মহকুমার সিতাই ব্লকের এক বাড়িতেই একমাসে পরপর তিনজনের মৃত্যু, ঘটনায় চিন্তিত গ্রামবাসী। আক্রান্তদের বাড়ি পরিদর্শন ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিওর। কোচবিহার জেলার সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রামের ঘটনা। মৃতরা হলেন, জোনাকু বর্মন (৬৩), তাঁর বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন (৫৭) এবং ছোট স্ত্রী জয়ন্তী বর্মন (৪৫)।
জানা গিয়েছে, গত ২২ এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট বউ জয়ন্তী বর্মনের। এরপর ২৫ এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন। সর্বশেষ ১৪ প্রাণ হারান বড় বউ ক্ষীরবালা বর্মন। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ। চিকিৎসার জন্য প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই।
advertisement
আরও পড়ুন: এই হল মহম্মদ ইউনূসের বাংলাদেশ! সমস্ত স্কুল-কলেজে এবার যে নিয়ম চালু হচ্ছে, শুনে চমকে উঠবেন
advertisement
এই ঘটনার ঠিক দুই সপ্তাহ আগে জোনাকু বর্মন ও তাঁর ভাইয়ের পালিত তিনটি গরু ও চারটি ছাগল কোন এক অজানা অসুখে মারা যায়। এবং একই পরিবারে তিনজন মৃত্যুর পর ১৯ মে সোমবার ওই এলাকায় মৃত পরিবারের পাশেই পরেশ চন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে।
advertisement
যা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের টিম ওই গ্রামে গিয়েছে। গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2025 8:12 PM IST