South Dinajpur News : রাত পোহালেই জামাই ষষ্ঠী! জামাই আদরের আগেই অগ্নিমূল্য বাজার ! ফল কিনতে গিয়ে হাত পুড়ছে আম জনতার

Last Updated:

বাঙালির বারো মাসের তেরো পার্বণের এই দিনটা মূলত জামাইদের রসনাতৃপ্তির। তার আগে অগ্নিমূল্য বাজার। এমনকি বৃষ্টির কারণে আমদানি কম হওয়ায় বেড়েছে শাক সবজির দাম। মাছ, মাংস থেকে ফল, মিষ্টি, সবজি সবকিছুর দাম যেন আকাশছোঁয়া।

+
জামাই

জামাই ষষ্ঠীর বাজার

সুস্মিতা গোস্বামী , দক্ষিণ দিনাজপুর : রাত পোহালেই জামাই ষষ্ঠী। বাঙালির বারো মাসের তেরো পার্বণের এই দিনটা মূলত জামাইদের রসনাতৃপ্তির। কথিত আছে জ্যৈষ্ঠের চড়া রোদে মিষ্টির সঙ্গে আম নিয়ে গেলে শ্বশুরবাড়ির লোকেরা নাকি খুশি হন বলে মনে করেন অনেকেই। এই দিনটা জামাই আদর পেতে ব্যস্ত থাকেন বাংলার বিবাহিত পুরুষরা। তার আগেই অবশ্য অগ্নিমূল্য বাজার। এমনকি বৃষ্টির কারণে আমদানি কম হওয়ায় বেড়েছে শাক সবজির দাম। বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। মাছ, মাংস থেকে ফল, মিষ্টি, সবজি সবকিছুর দাম যেন আকাশছোঁয়া। জিনিসপত্রে হাত দিলেই রীতিমত ঢোঁক গিলতে হচ্ছে আমজনতার।
এবার ষষ্ঠী বেশিরভাগ বাড়িতেই হচ্ছে বেশ জাঁকজমক করে। তার উপর উপরি পাওনা রবিবার। ছুটির দিন জামাই ষষ্ঠী এ যেন পড়ে পাওয়া চোদ্দ আনার মতো। সেইমত বাজারহাটেও শুক্রবার থেকেই কেনাকাটার ভিড় লেগে রয়েছে। আর চাহিদা অনুযায়ী দাম চড়ছে ষষ্ঠীর সব উপকরণের। বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। তবে রবিবার সেই দাম আরও চড়ার আশঙ্কা। যেন সবেতেই ছ্যাঁকা লাগছে। মাছ মাংসের বাজার কোনওমতে সারলেও ফল কিনতে গিয়ে ফের দামের অঙ্কে হোঁচট খেতে হচ্ছে শ্বশুরমশাইদের।
advertisement
advertisement
ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা যায়, ফলের রাজা আমের দাম ৮০-১০০ টাকা কেজি, কলা ১২ টাকা, জোড়া, শশা ৬০ টাকা কেজি, আপেল ২৫০ টাকা কেজি, আঙুর ২০০ টাকা কেজি, লিচু ২০০ টাকা কেজি। সবজির দামও আকাশছোঁয়া। যা কিনতে রীতিমত কালঘাম ছুটছে আমজনতার।
advertisement
একটা সময় ছিল যখন ষষ্ঠীর পাখার বাতাস, আম-লিচু খাবার পর, ভরপুর মধ্যাহ্নভোজ। ব্যাস জামাইষষ্ঠী একেবারে জমজমাট। তবে, অন্যান্য বারের তুলনায় বালুরঘাট শহরের সেই চেনা দৃশ্য উধাও হয়ে গিয়েছে। তবুও, ষষ্ঠী উপলক্ষে বালুরঘাট শহরের বাজার ও তহবাজারে সকাল থেকেই বালুরঘাট জমে উঠেছে। বাজার করতে আসা সাধারণ মানুষদের দাবি, অন্যান্য দিন গুলির তুলনায় ষষ্ঠীর দুদিন আগে থেকে কমবেশি সমস্ত জিনিসের দাম যথেষ্টই বেশি। যার ফলে বাজার করতে এসে হতাশ মধ্যবিত্তরা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News : রাত পোহালেই জামাই ষষ্ঠী! জামাই আদরের আগেই অগ্নিমূল্য বাজার ! ফল কিনতে গিয়ে হাত পুড়ছে আম জনতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement