Chhath Puja 2024: ছটপুজোর আগেই হুড়মুড়িয়ে আগুন দাম বাড়ল, কিনতে গিয়েই পকেটে কোপ মধ্যবিত্তের, এবার কী হবে?

Last Updated:

Chhath Puja 2024: ছট কথার অর্থ সূর্য। ছটপুজোর বেশিরভাগ সামগ্রী কেন বাঁশ দিয়ে তৈরি হয় তা জানেন? তবে জিনিসের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে বাঁশের দামও। সে কারণেই এবছর ছটপুজোর প্রয়োজনীয় সামগ্রী কুলা, ঝুরি, ডালা সবেরই দাম খানিকটা বাড়তি।

+
প্রতিকী

প্রতিকী ছবি

জলপাইগুড়ি: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো পেরিয়ে এখন অপেক্ষা ছটপুজোর! বাজারে এখন ছট পুজোর সামগ্রীর সম্ভার ছেয়ে গিয়েছে। হিন্দিভাষীদের বিশেষ ধর্মীয় উৎসব হলেও সারা বাংলার মানুষের মধ্যেও মিশে গিয়েছে ছটপুজোর উৎসবের আমেজ।
ছট কথার অর্থ সূর্য। ছটপুজোর বেশিরভাগ সামগ্রী কেন বাঁশ দিয়ে তৈরি হয় তা জানেন? ছটপুজো যা সাধারণত বিহার, উত্তরপ্রদেশ এবং নেপালের কিছু অংশ মানুষের এক বিশেষ ধর্মীয় উৎসব। এই পুজোর সময় বাঁশের সামগ্রী ব্যবহারের এক বিশেষ গুরুত্ব রয়েছে।
advertisement
advertisement
বাঁশ প্রাকৃতিকভাবে সহজলভ্য এবং এটি শক্তিশালী, ফলে এটি বিভিন্ন ধরনের পুজোর উপকরণ তৈরি করতে সহায়ক। বাঁশের তৈরি পণ্য, যেমন মণ্ডপ, ঠাকুরের আসন, এবং পুজোর জন্য ব্যবহৃত অন্যান্য সামগ্রী, এই উৎসবের পরিবেশকে এক ধরনের সতেজতা এবং প্রাকৃতিক সংযোগ প্রদান করে। এছাড়া, বাঁশ একটি পরিবেশবান্ধব উপাদান, পরিবেশ রক্ষায় সাহায্যকারী। এই পুজোর অন্যতম প্রধান উপকরণ হল ‘ছট ডালা’, এটিও বাঁশের তৈরি হয়।
advertisement
এই ডালায় ফল, ফুল, এবং অন্যান্য পুজোর সামগ্রী সাজিয়ে জলের কাছে রাখা হয় সূর্য দেবতার আরাধনের উদ্দেশ্যে। বলা চলে, ছট পুজোতে বাঁশের সামগ্রীর ব্যবহার একটি সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের অংশ। তবে জিনিসের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে বাঁশের দামও। সে কারণেই এবছর ছটপুজোর প্রয়োজনীয় সামগ্রী কুলা, ঝুরি, ডালা সবেরই দাম খানিকটা বাড়তি।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Chhath Puja 2024: ছটপুজোর আগেই হুড়মুড়িয়ে আগুন দাম বাড়ল, কিনতে গিয়েই পকেটে কোপ মধ্যবিত্তের, এবার কী হবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement