South Dinajpur News: হাসপাতালে আত্মীয়কে দেখতে গিয়ে ‌যা হল! তাঁদেরই ঠাঁই হল হাসপাতালের বেডে

Last Updated:

South Dinajpur News: গিয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়র শারীরিক খোঁজখবর নিতে। উল্টে তাদেরই ঠাঁই হল হাসপাতালের বেডে। কারণ জানলে অবাক হবেন আপনিও।

মৌমাছির চাকে চিলের হামলা
মৌমাছির চাকে চিলের হামলা
দক্ষিণ দিনাজপুর: গিয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়র শারীরিক খোঁজখবর নিতে। উল্টে তাদেরই ঠাঁই হল হাসপাতালের বেডে। সৌজন্যে মৌমাছির ‘হামলা’। মৌমাছির কামড়ে নাজেহাল অবস্থা ৬ জনের। মৌমাছির তান্ডবে আতঙ্কিত হাসপাতালের রোগী থেকে রোগীর পরিজনেরা।বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা।
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে দশতলা বিল্ডিং এ বাইরের দিকে দেওয়ালের উপরে গড়ে ওঠা মৌমাছির চাক থেকে হঠাৎ করেই শয়ে শয়ে মৌমাছি উড়তে শুরু করে। হাসপাতালে মূল গেটের সামনে রোগীর আত্মীয়রা অপেক্ষা করেন। সেখানেই বসে থাকা সাধারণ মানুষের উপর চড়াও হয় মৌমাছির দল। আর তাতেই আহত হয়েছেন প্রায় ছয় জন রোগীর আত্মীয়।
advertisement
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বাইরের দিকে থাকা মৌমাছির চাকে হঠাৎ করেই চিল এসে ছোঁ মেরে যায় বেশ কয়েকবার। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে মৌমাছির দল। হাসপাতালের বাইরে বসে থাকা রোগীর আত্মীয়দের উপর চড়াও হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই কয়েকজনকে ছেঁকে ধরে মৌমাছি।
advertisement
advertisement
এরপরই তাঁরা চিৎকার করতে শুরু করলে বাকি লোকজন ছুটে পালিয়ে আত্মরক্ষা করেন। অবশেষে হাসপাতালের এক কর্মী পিপিই কিট পড়ে বাইরে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: হাসপাতালে আত্মীয়কে দেখতে গিয়ে ‌যা হল! তাঁদেরই ঠাঁই হল হাসপাতালের বেডে
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement