South Dinajpur News: হাসপাতালে আত্মীয়কে দেখতে গিয়ে যা হল! তাঁদেরই ঠাঁই হল হাসপাতালের বেডে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
South Dinajpur News: গিয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়র শারীরিক খোঁজখবর নিতে। উল্টে তাদেরই ঠাঁই হল হাসপাতালের বেডে। কারণ জানলে অবাক হবেন আপনিও।
দক্ষিণ দিনাজপুর: গিয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়র শারীরিক খোঁজখবর নিতে। উল্টে তাদেরই ঠাঁই হল হাসপাতালের বেডে। সৌজন্যে মৌমাছির ‘হামলা’। মৌমাছির কামড়ে নাজেহাল অবস্থা ৬ জনের। মৌমাছির তান্ডবে আতঙ্কিত হাসপাতালের রোগী থেকে রোগীর পরিজনেরা।বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা।
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে দশতলা বিল্ডিং এ বাইরের দিকে দেওয়ালের উপরে গড়ে ওঠা মৌমাছির চাক থেকে হঠাৎ করেই শয়ে শয়ে মৌমাছি উড়তে শুরু করে। হাসপাতালে মূল গেটের সামনে রোগীর আত্মীয়রা অপেক্ষা করেন। সেখানেই বসে থাকা সাধারণ মানুষের উপর চড়াও হয় মৌমাছির দল। আর তাতেই আহত হয়েছেন প্রায় ছয় জন রোগীর আত্মীয়।
advertisement
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বাইরের দিকে থাকা মৌমাছির চাকে হঠাৎ করেই চিল এসে ছোঁ মেরে যায় বেশ কয়েকবার। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে মৌমাছির দল। হাসপাতালের বাইরে বসে থাকা রোগীর আত্মীয়দের উপর চড়াও হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই কয়েকজনকে ছেঁকে ধরে মৌমাছি।
advertisement
আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই ভারতের প্রথম একাদশ! মন ভাঙবে একাধিক তারকার
advertisement
এরপরই তাঁরা চিৎকার করতে শুরু করলে বাকি লোকজন ছুটে পালিয়ে আত্মরক্ষা করেন। অবশেষে হাসপাতালের এক কর্মী পিপিই কিট পড়ে বাইরে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2025 8:49 PM IST