তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস, বিজেপির অভিযোগে তদন্তে দিল্লি

Last Updated:

রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে ভোট প্রচারে এসেছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ৷

#রায়গঞ্জ: কাঁটাতার পেরিয়ে ওপারেও পৌঁছেছে লোকসভা নির্বাচনের উত্তাপ ৷ নির্বাচনী প্রচারে চমক দিতে কাঁটাতারের সীমানা পেরিয়ে হাজির বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ৷ এবার সেই চমকের স্ট্যাট্রেজিতেই বিতর্ক ৷ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে ভোট প্রচারে এসেছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ৷ ঘটনায় কমিশনের দ্বারস্থ হয়ে অভিযোগ জানায় বিজেপি ৷ তার পরিপ্রেক্ষিতে তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
ভোটের বাজারে জনতার মন টানতে ভিনরাজ্যের নয়, একেবারে ‘বিদেশি’ অভিনেতাকে হাজির করেছে তৃণমূল ৷ পয়লা বৈশাখের দিন রায়গঞ্জের জোড়াফুল প্রার্থীর সমর্থনে প্রচারে হাজির হন বাংলাদেশের সুপারস্টার ফিরদৌস ৷ এই ঘটনাতেই প্রবল উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে ৷ প্রশ্ন তোলে বিজেপি ৷ বাংলাদেশের নাগরিক কিভাবে হাজির হতে পারেন পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে ৷ ঘটনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ ভিসা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস ৷
advertisement
রায়গঞ্জ কেন্দ্রে এবারও জোর টক্কর ৷ গতবারে এই আসনটি নিজেদের দখলে রেখেছিল বামফ্রন্ট ৷ দীপা দাসমুন্সীকে হারিয়ে এই আসনটি জিতেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ এবারেও এই আসন থেকে লড়ছেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী ও সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ৷ এদের সঙ্গেই লড়াইতে জোড়াফুল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল ৷ বিশেষজ্ঞদের মতে, দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে টক্কর দিতে প্রচারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌসকে এনে চমক দিতে চায় তৃণমূল কংগ্রেস ৷ এপার বাংলাতেও প্রচুর অনুরাগী তার ৷ অন্যদিকে, ভারত ও বাংলাদেশ সীমানায় রায়গঞ্জ, সেই আবেগকেও কাজে লাগাতে এটা ছিল শাসকদলের মাস্টার স্ট্রোক ৷ কিন্তু সেই চমকই এখন নয়া বিপত্তি ৷ বিজেপির অভিযোগে তদন্তে কেন্দ্র ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস, বিজেপির অভিযোগে তদন্তে দিল্লি
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement