তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস, বিজেপির অভিযোগে তদন্তে দিল্লি

Last Updated:

রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে ভোট প্রচারে এসেছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ৷

#রায়গঞ্জ: কাঁটাতার পেরিয়ে ওপারেও পৌঁছেছে লোকসভা নির্বাচনের উত্তাপ ৷ নির্বাচনী প্রচারে চমক দিতে কাঁটাতারের সীমানা পেরিয়ে হাজির বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ৷ এবার সেই চমকের স্ট্যাট্রেজিতেই বিতর্ক ৷ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে ভোট প্রচারে এসেছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ৷ ঘটনায় কমিশনের দ্বারস্থ হয়ে অভিযোগ জানায় বিজেপি ৷ তার পরিপ্রেক্ষিতে তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
ভোটের বাজারে জনতার মন টানতে ভিনরাজ্যের নয়, একেবারে ‘বিদেশি’ অভিনেতাকে হাজির করেছে তৃণমূল ৷ পয়লা বৈশাখের দিন রায়গঞ্জের জোড়াফুল প্রার্থীর সমর্থনে প্রচারে হাজির হন বাংলাদেশের সুপারস্টার ফিরদৌস ৷ এই ঘটনাতেই প্রবল উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে ৷ প্রশ্ন তোলে বিজেপি ৷ বাংলাদেশের নাগরিক কিভাবে হাজির হতে পারেন পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে ৷ ঘটনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ ভিসা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস ৷
advertisement
রায়গঞ্জ কেন্দ্রে এবারও জোর টক্কর ৷ গতবারে এই আসনটি নিজেদের দখলে রেখেছিল বামফ্রন্ট ৷ দীপা দাসমুন্সীকে হারিয়ে এই আসনটি জিতেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ এবারেও এই আসন থেকে লড়ছেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী ও সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ৷ এদের সঙ্গেই লড়াইতে জোড়াফুল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল ৷ বিশেষজ্ঞদের মতে, দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে টক্কর দিতে প্রচারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌসকে এনে চমক দিতে চায় তৃণমূল কংগ্রেস ৷ এপার বাংলাতেও প্রচুর অনুরাগী তার ৷ অন্যদিকে, ভারত ও বাংলাদেশ সীমানায় রায়গঞ্জ, সেই আবেগকেও কাজে লাগাতে এটা ছিল শাসকদলের মাস্টার স্ট্রোক ৷ কিন্তু সেই চমকই এখন নয়া বিপত্তি ৷ বিজেপির অভিযোগে তদন্তে কেন্দ্র ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস, বিজেপির অভিযোগে তদন্তে দিল্লি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement