Patient from Bangladesh: মারণরোগে আক্রান্ত স্ত্রী! কার্ফু পেরিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে বাংলাদেশের সাহিদুল
- Reported by:Harashit Singha
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Patient from Bangladesh: আগে থেকেই ভিসা হয়েছিল, হঠাৎ বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে, এরই মাঝে স্ত্রীকে নিয়ে ভারতে প্রবেশ করলেন বাংলাদেশের নাগরিক চিকিৎসার জন্য
হরষিত সিংহ, মালদহ: দেশে জ্বলছে আগুন। সেই আগুনের আঁচ পড়েছে শহর থেকে গ্রামাঞ্চলে। গোটা বাংলাদেশে এখন কার্ফু জারি। সেনাবাহিনীর টহল চলছে শহর থেকে গ্রাম। এমন পরিস্থিতিতে বাড়ি থেকে বার হতে ভয় পাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিক। কিন্তু তারপরেও দেশের এমন উত্তাল অবস্থাতেই দেশের বাইরে আসতে হল মহম্মদ সাহিদুল ইসলামকে। কারণ গত পাঁচ মাস ধরে তাঁর স্ত্রী অসুস্থ।
বাংলাদেশে চিকিৎসা সত্ত্বেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। একেবারে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তাঁর স্ত্রী। আগে থেকেই এই সময় ভারতের ব্যাঙ্গালোরে স্ত্রীর চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নাম নথিভুক্ত করেছেন। ভিসা পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় দেশের পরিস্থিতি। মহম্মদ সাহিদুল ইসলাম বলেন, ‘‘আগে থেকেই ভিসা হয়েছিল। স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য আসতেই হবে। তাই অনেক কষ্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলাম। ব্যাঙ্গালোর যাব স্ত্রীর চিকিৎসার জন্য।’’
advertisement
আরও পড়ুন : মাত্র ৮ বছর বয়সেই বাজিমাত! কিক বক্সিংয়ে স্বর্ণপদক কৃষ্ণনগরের বিস্ময়বালকের
রবিবার স্ত্রীকে নিয়ে মহদিপুর স্থলবন্দর দিয়ে ভারতে আসেন মহম্মদ সাইদুল ইসলাম। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায় তাঁর বাড়ি। বাড়িতে সন্তানদের রেখে এখন তিনি বিদেশে এসেছেন স্ত্রীর চিকিৎসার জন্য। কিন্তু তাঁর মনে এখনও আতঙ্ক কাজ করছে। একদিকে স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশে আসা, অপরদিকে দেশের অভ্যন্তরীণ অবস্থা ভয়াবহ। দুই সমস্যার মাঝে বাংলাদেশের নাগরিক মহম্মদ সাহেদুল ইসলাম। আত্মীয় তাহিরুল ইসলাম বলেন, ‘‘ আমাদের দেশের অবস্থা খুব খারাপ। গোটা দেশজুড়ে কার্ফু জারি হয়েছে। এমন অবস্থায় আমাদের ভারতবর্ষে আসতে হল রোগীর চিকিৎসার জন্য।’’
advertisement
advertisement
ভারতবর্ষে কতদিন থাকতে হবে? এখনও তিনি সঠিক জানেন না। স্ত্রীর চিকিৎসায় কী হবে, কতদিন ধরে চিকিৎসা চলবে, এই চিন্তায় এখন তাঁর মন বিধ্বস্ত। সঙ্গে দেশের পরিস্থিতিও তাকে ভাবাচ্ছে। তিনি চান স্ত্রীকে সুস্থ করে দ্রুত দেশে ফিরতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 22, 2024 8:29 PM IST







