Bangla Video: স্বাস্থ্য ক্ষেত্রের এই টালমাটাল পরিস্থিতিতে টোটোপাড়ার ভরসা বিজ্ঞান সুব্বা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Bangla Video: টোটোপাড়া হল ডুয়ার্সের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এই পরিবেশ পর্যটকদের কাছে মনোরম হলেও এখানকার মানুষদের জীবনে টিকে থাকার জন্য লড়াইয়ের কাহিনী বেশ বেদনাদায়ক
আলিপুরদুয়ার: চিকিৎসা ব্যবস্থার এই বেহাল দশায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা জেলার টোটোপাড়া। আলিপুরদুয়ারের এই প্রত্যন্ত এলাকাতে নেই কোনও স্বাস্থ্যকেন্দ্র, নেই কোনও জরুরি ভিত্তিক পরিষেবাও। যেকোনও পরিস্থিতিতে গ্রামবাসীদের একমাত্র ভরসা ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত বীরপাড়া স্বাস্থ্যকেন্দ্র। তাই টোটোপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মহৎ সিদ্ধান্ত নিয়েছেন সমাজসেবী বিজ্ঞান সুব্বা এবং দু’জন স্বাস্থ্যকর্মী।
টোটোপাড়া হল ডুয়ার্সের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। উত্তরে ভুটান সীমান্তের তাদিং পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে পূর্বে তোর্ষা নদী এবং দক্ষিণ-পশ্চিমে বুড়িদিহিং নদী এই গ্রামটিকে ঘিরে অবস্থান করছে। তবে এই পরিবেশ পর্যটকদের কাছে মনোরম হলেও এখানকার মানুষদের জীবনে টিকে থাকার জন্য লড়াইয়ের কাহিনী বেশ বেদনাদায়ক ও সংগ্রামের।
advertisement
advertisement
এই বিষয়ে সমাজসেবী বিজ্ঞান সুব্বা বলেন, “টোটোপাড়া এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা যেমন নেই তেমনই পরিবহন ব্যবস্থা নেই।” তাই এলাকাবাসীদের সুবিধার্থে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক্ষার প্রয়োজনীয় পরিষেবা দায়িত্ব তাঁরা নিয়েছেন। এই বিশেষ উদ্যোগে খুশি হয়েছেন টোটোপাড়ার মানুষেরা।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 5:13 PM IST