Bangla News: পাখি মারার অভিযোগে ৯ শিশুকে আটক করে এলোপাথাড়ি মার, গ্রেফতার বিজেপি কর্মী! চাঞ্চল্য নকশালবাড়িতে
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
Bangla News: ৯ নাবালককে আটক করে পাখি মারার অভিযোগে মারধর করে বলে অভিযোগ। এমনকী নাবালকদরে পরিবারের সদস্যদের ফোন করে টাকাও দাবি করে।
নকশালবাড়ি: পাখি মারার সন্দেহে ৯ জন নাবালককে মারধরের অভিযোগ। গ্রেফতার হল চা শ্রমিক নন্দলাল রাউতিয়া! গত ১ জুলাই নকশালবাড়ির রায়পাড়ার ৯ জন নাবালক অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনের বড় লাইনে একটি পাখি মরা পড়ে থাকতে দেখে। পাখিটিকে দেখে হাতে তুলে নেয় তারা। সেই সময় স্থানীয় বাগান কর্মী নন্দলাল রাউতিয়া পাখি হাতে কিশোরদের দেখে।
৯ নাবালককে আটক করে পাখি মারার অভিযোগে মারধর করে বলে অভিযোগ। এমনকী নাবালকদরে পরিবারের সদস্যদের ফোন করে টাকাও দাবি করে। পরে জখম অবস্থায় ঘটনাস্থল থেকে ৯ শিশুকে উদ্ধার করলেও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, বলুন তো Ok-র ফুল ফর্ম কী? ৯৯.৯% জানে না! জানলে আপনি জিনিয়াস
জখম প্রশান্তকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গোটা ঘটনায় অভিযুক্তের নামে থানায় অভিযোগ করার পর তদন্তে নেমে গতকাল গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার কি খুব কান চুলকায়? হাতের কাছে যা পান তাই দিয়ে চুলকে ফেলেন? কোন রোগ এটি? জানুন ডাক্তারের পরামর্শ
রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃত বিজেপি কর্মী হওয়ায় আগামিকাল এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় পাল্টা শিশুদের নামেও অভিযোগ করেছে অভিযুক্তের পরিবার।
বিশ্বজিৎ মিশ্র
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 2:36 PM IST