South Dinajpur News: উল্টে গেল ধানবোঝাই ট্রাক্টর! প্রাণ হারাল ২৭ বছরের চালক
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
ধান বোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের কাকনা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম পরিমল টুডু (২৭), বাড়ি তপন ব্লকের ডাইন মালঞ্চা এলাকায়।
দক্ষিণ দিনাজপুর: ধান বোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের কাকনা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম পরিমল টুডু (২৭), বাড়ি তপন ব্লকের ডাইন মালঞ্চা এলাকায়।
আরও পড়ুনঃ ফুঁসছে সাগরে! রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, ঝড়ের সময় কী করবেন, আর কী করবেন না, জেনে নিন
স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সকাল থেকেই মাঠ থেকে ট্রাক্টর দিয়ে ধান ঢোলাই এর কাজ চলছিল। ট্রাক্টর করে ধান নিয়ে যাওয়ার সময় রাস্তায় উঠতেই ট্রাক্টর বোঝাই ধানের গাড়িটি উল্টে যায় সেই ধান বোঝাই ট্রাক্টরের নীচে চাপা পড়ে চালক পরিমল টুডু।
advertisement
advertisement
বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় তপন থানায়। এরপর তাঁকে তড়িঘড়ি বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে আসলেও কিন্তু শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাঁকে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 6:29 PM IST