#আলিপুরদুয়ার: বন্ধ চা বাগান। তাই ভারতের নাগরিক হয়েও মাদারিহাটের বান্দাপানির বাসিন্দাদের পানীয় জলের জন্য ভরসা ভূটান। গত ৬ বছর ধরে ভূটান পাহাড়ের ঝরনার জলই খাচ্ছে হাজারখানেক পরিবার।
৬ বছর আগে বন্ধ হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটের বান্দাপানি চা বাগান। বন্ধ এই চা বাগান ও বান্দাপানি বস্তিতে বাস করে হাজারখানেক পরিবার। পাহাড়ি এই এলাকায় নেই ডিপ টিউবওয়েল, নেই সরকারি জলের ব্যবস্থা। ৬ কিলোমিটার দূরে ভূটান পাহাড়ের ঝরনার জলই ভরসা এলাকাবাসীর।
-ভূটান পাহাড়ের জলে মিশে ডলোমাইট