TMC Councilor Dead Body: ভোটের আগে হাড়হিম ঘটনা! TMC প্রাক্তন কাউন্সিলরের রহস্যমৃত্যু! রেললাইনে দু'টুকরো দেহের পাশে ভোটার কার্ড!
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
TMC Councilor Dead Body: নিখোঁজ থাকার পর দিনভর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তিনি ভোর ৩:১৫ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট রেল স্টেশনের দিকে গিয়েছেন।
দক্ষিণ দিনাজপুর: নিখোঁজ ছিল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। সেই কাউন্সিলরের দেহ উদ্ধার হল গাজলের রেল লাইনে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে বালুরঘাট শহরে। পুলিশ সূত্রে খবর মেলে, এদিন গাজোলে সৈয়দপুর এলাকায় রেললাইনের পাশে দেবজিৎ রুদ্রর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়েছে। যিনি বালুরঘাট পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর।
আরও পড়ুন: বাজারে কমে আসছে সবজির পরিমাণ! এদিকে দাম বাড়ছে হুহু করে! ভয়ঙ্কর দিনের আশঙ্কা, কারণ শুনে আঁতকে উঠবেন!
৫৯ বছর বয়সি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শহরে বাপি রুদ্র বলেই পরিচিত। জনপ্রিয় এই প্রাক্তন কাউন্সিলারের দেহ টুকরো টুকরো ভাবে উদ্ধার হয়েছে গাজলের রেললাইনে। এই মৃত্যুর ঘটনায় শোরগোল এলাকায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে তৃণমূলের প্রথম বোর্ডে বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন দেবজিৎ রুদ্র। পরবর্তীতে ওই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় আর ভোটে দাঁড়াননি।
advertisement
advertisement
নিখোঁজ থাকার পর দিনভর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তিনি ভোর ৩:১৫ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট রেল স্টেশনের দিকে গিয়েছেন। এরপরেই রেললাইনের ধারে দ্বিখণ্ডিত মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। যার মধ্যে একটি টুকরো রেল লাইনের মধ্যেই পড়েছিল এবং পাশেই তাঁর ভোটার কার্ড উদ্ধার হয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 2:42 PM IST