South Dinajpur News: বালুরঘাট শহর পেতে চলেছে নতুন কিছু, খুশি এলাকার আট থেকে আশি

Last Updated:

বালুরঘাট শহরে পৌরসভার উদ্যোগে হতে চলেছে নতুন কিছু

+
বালুরঘাট

বালুরঘাট নাট্যমন্দির

দক্ষিণ দিনাজপুর: নাটকের শহর হিসেবে পরিচিত বালুরঘাট শহরের সংস্কৃতি প্রিয় সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল শহরের মধ্যে একটি মুক্তমঞ্চ তৈরি করবার। অবশেষে বালুরঘাট পুরসভার উদ্যোগে পুরসভার সুরেশ রঞ্জন পার্ক সংলগ্ন এলাকায় মুক্তমঞ্চের কাজ শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সংস্কৃতিপ্রেমী মানুষ। কারণ একটা মুক্তমঞ্চের দাবি ছিল দীর্ঘদিনের।
বালুরঘাট শহরে আজকের দিনেও ছোট বড় মিলিয়ে অন্ততপক্ষে ২৫ টির বেশি নাটকের দল রয়েছে। এছাড়াও বিভিন্ন নাচের ও গানের গোষ্ঠী রয়েছে যারা সারা বছর ছোট বড় সংস্কৃতি অনুষ্ঠান করেই থাকেন। তবে এক্ষেত্রে বড় নাটকের দল কিংবা সাংস্কৃতির দলগুলি অনাসেই রবীন্দ্র ভবন, নাট্যমঞ্চ, নাট্য তীর্থ, নাট্য গবেষণা কেন্দ্র, মন্মথ মঞ্চে তাদের প্রদর্শনী করে থাকে। কিন্তু ছোট দলগুলির ক্ষেত্রে মঞ্চ নিজেদের প্রদর্শনী করা তাদের সাধ্যের মধ্যে থাকেনা। শহর জুড়ে একাধিক বড় মঞ্চ থাকলেও ছোট অনুষ্ঠান বা কম বাজেটের অনুষ্ঠান করার মত কোন ব্যবস্থাই এতদিন বালুরঘাটে ছিল না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর ফলে মুক্ত মঞ্চের দাবি শহরের সংস্কৃতি প্রেমিক মানুষদের দীর্ঘদিনের।
মুক্তমঞ্চ হওয়ার ফলে সেই সমস্যার যেমন সমাধান হবে তেমনই বালুরঘাটে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে হওয়া অনুষ্ঠানগুলিও একটি স্থায়ী ঠিকানা পাবে বলেই মত প্রকাশ করছেন বালুরঘাটের সাধারণ মানুষ। পুরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বালুরঘাট শহর পেতে চলেছে নতুন কিছু, খুশি এলাকার আট থেকে আশি
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement