Siliguri News: মাঝনদীতে আটকে যুবক, দুই ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান... হাড়হিম করা সেই ছবি
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
বালাসন নদীতে আটকে পড়া বিশাল কার্মাকে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, দমকল, পুলিশ ও বনদফতরের যৌথ বাহিনী উদ্ধার করে. নদীতে মাছ ধরতে গিয়ে জলস্তর বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি.
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বুধবার বিকেলে বালাসন নদীর মাঝ বরাবর আটকে পড়ে বরাতজোরে রঘু জোতের বাসিন্দা বিশাল কার্মা। ঘণ্টা দুয়েক চলা দমবন্ধকরা অভিযানে তাঁকে জীবিত উদ্ধার করে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, দমকল, পুলিশ ও বনদফতরের যৌথ বাহিনী। ঘটনাটি ঘটেছে আপার বাগডোগরার এমএম তরাই-এ ইকো ট্যুরিজম স্পটে।
সূত্রের খবর, বিশাল কারমা এবং আরও দুই যুবক বিকেলের দিকে মাছ ধরতে নেমেছিলেন নদীতে। কিছুটা দূরে গিয়ে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন তাঁরা। বাকি দুইজন কোনওমতে তীরে ফিরতে পারলেও বিশাল নদীর মাঝখানে আটকে পড়েন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পরেও তীরে ফিরতে না পেরে তিনি অসহায় হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাগডোগরা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। পরে দমকল বাহিনী, সেনা কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা যোগ দেন। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বাধা এলেও, সন্ধ্যা সাতটা নাগাদ বোটের সাহায্যে সফলভাবে তীরে আনা হয় বিশালকে।
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই একই স্থানে পর্যটকরা নদীর ওপারে আটকে পড়েছিলেন এবং স্থানীয়রা ঝুঁকি নিয়ে রশি বেঁধে তাদের উদ্ধার করেছিলেন। বনদফতরের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও, নদীতে নামার নিষেধাজ্ঞা অমান্য করে বহু মানুষ এখনও নামছেন। স্থানীয় বনকর্মীর কথায়, “এই সময় বালাসনের স্রোত অত্যন্ত প্রবল থাকে। একবার মাঝ নদীতে চলে গেলে ফেরত আসা কঠিন। পর্যটক ও স্থানীয়দের অনুরোধ করবো নিরাপত্তা বিধি মেনে চলুন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 10:17 AM IST