পুজোয় দার্জিলিং যাচ্ছেন? আপনার জন্য সুখবর! তিন-তিনটে নতুন উপহার অপেক্ষা করছে! এখনই জানুন
- Reported by:Partha Pratim Sarkar
- Published by:Tias Banerjee
Last Updated:
পুজোয় নয়া প্ল্যান! চালু হচ্ছে তিনটি নতুন জয় রাইড! টয়ট্রেনে চড়ার মাঝেই মিলবে সুগন্ধী দার্জিলিং চা বাগান ঘুরে দেখার সুযোগ!
শিলিগুড়ি ও দার্জিলিং : সামনেই বাঙালির সেরা পার্বন দূর্গোৎসব। পুজোয় ভিড় উপচে পড়বে শৈলশহরে। আর ভ্রমনপিপাসুদের জন্যে এবারে পুজোয় নতুন উপহার নিয়ে আসছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা DHR। নয়া তিনটে জয় রাইড পরিষেবা চালু করছে DHR। আর পর্যটকদের জন্যে থাকছে জয় রাইডের মাঝে দার্জিলিং চায়ের সুগন্ধী।
পুজোর আগেই চালু হচ্ছে একসঙ্গে তিনটি নতুন জয় রাইড পরিষেবা। পাহাড়ি রোমাঞ্চের পাশাপাশি থাকছে দার্জিলিং চায়ের সুগন্ধী স্বাদ, চা বাগান ঘুরে দেখার সুযোগ, চা তৈরির প্রক্রিয়া বোঝা আর টি-টেস্টিংয়ের অভিজ্ঞতা।
DHR-এর ডিরেক্টর জানিয়েছেন, এই নতুন উদ্যোগে উত্তরবঙ্গের পর্যটন আরও চাঙা হবে। ইতিমধ্যেই পর্যটন মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
advertisement
advertisement
নতুন তিন জয় রাইড পরিষেবা:
১) “টি অ্যান্ড টিম্বার স্পেশাল” জয় রাইড
রুট: শিলিগুড়ি জংশন → সুকনা → রংটং → শিলিগুড়ি
advertisement
চলবে: প্রতি শুক্র, শনি ও রবিবার
ছাড়বে: দুপুর ১২টা, শিলিগুড়ি জংশন থেকে
আকর্ষণ: চা বাগান ও ফ্যাক্টরি ভ্রমণ, টি-টেস্টিং
২) “সানরাইজ স্পেশাল” জয় রাইড
রুট: কার্শিয়ং → মহানদী → কার্শিয়ং
advertisement
চলবে: প্রতি রবিবার
ছাড়বে: সকাল ৭:১৫, কার্শিয়ং স্টেশন থেকে
আকর্ষণ: পাহাড়ি সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য
৩) “প্রিমিয়াম স্টিম ইঞ্জিন ট্রেন”
রুট: দার্জিলিং ↔ কার্শিয়ং
advertisement
চলবে: প্রতি শনি ও রবিবার
আকর্ষণ: স্টিম ইঞ্জিন ভ্রমণের নস্টালজিয়া ও একাধিক পাহাড়ি ডেস্টিনেশন ঘোরার সুযোগ
পর্যটকদের আশা, দুর্গোৎসবের ভিড় জমজমাট হয়ে উঠবে এই নয়া জয় রাইডে। পাহাড়ের সঙ্গে সঙ্গে এবার চায়ের সুবাসও হবে ভ্রমণের বাড়তি প্রাপ্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2025 4:04 PM IST








