তিরন্দাজির প্রশিক্ষণ, সঙ্গে সরকারি চাকরির সুযোগ! 'চ্যাম্পিয়ন' গড়ে তুলতে জেলায় বড় উদ্যোগ

Last Updated:

অন্যান্য সকল খেলার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও তিরন্দাজি তথা আর্চারি প্রশিক্ষণ ব্যবস্থা এতদিন ছিল না

+
মালদহের

মালদহের ডিএসএ ময়দানে তৈরি হল‌ তিরন্দাজির প্রশিক্ষণ কেন্দ্র

মালদহ, জিএম মোমিন: মালদহে তিরন্দাজ চ্যাম্পিয়ন গড়ে তুলতে উদ্যোগী হল জেলা ক্রীড়া সংস্থা। ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনের পর এবার মালদহ ডিএস‌‌এ ময়দানে শেখানো হবে তিরন্দাজি। অন্যান্য সকল খেলার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও তিরন্দাজি তথা আর্চারি প্রশিক্ষণ ব্যবস্থা এতদিন ছিল না। তাই এবার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মালদহ শহরের ডিএসএ ময়দানে তৈরি করা হল‌ তিরন্দাজির প্রশিক্ষণ কেন্দ্র।
এই খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের একাধিক ক্ষেত্রে সুযোগ থাকছে। শুধু রাজ্য, জাতীয় স্তর কিংবা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা নয়, এই খেলায় ভাল ফলাফল করলে সুযোগ থাকছে সরকারি চাকরির‌ও।
আরও পড়ুনঃ হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে মাটি! সাড়া ফেলে দিয়েছে ‘এই’ ব্যক্তির প্রতিভা
মালদহ জেলার গাজোল, হবিবপুর, পুরাতন মালদা সহ আদিবাসী অধ্যুষিত এলাকায় তিরন্দাজির ব্যাপক চাহিদা রয়েছে। এই খেলায় নির্দিষ্ট একতি লক্ষ্যে তীর নিক্ষেপ করা হয়। পয়েন্টের নিরিখে বেছে নেওয়া হয় বিজয়ী। কয়েক মাস আগেই এই তিরন্দাজি খেলায় এশিয়া মিটে রুপো জিতে জেলা সহ বাংলার নাম উজ্জ্বল করেছিলেন পুরাতন মালদার জুয়েল সরকার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতকিছুর পরেও অবশ্য মালদহ জেলায় এই খেলা সম্পর্কে আজও অনেকে ঠিকঠাক জানেন না। মূলত মালদহের গাজোল, হবিবপুর, পুরাতন মালদার মতো স্থানগুলিতেই তিরন্দাজির প্রতি আগ্রহ চোখে পড়ে। তবে ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষের দাবি, বর্তমানে মালদা শহরের ডিএসএ ময়দানে তিরন্দাজি প্রশিক্ষণ শুরু হওয়ায় শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের মধ্যে আগ্রহ বেড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তিরন্দাজির প্রশিক্ষণ, সঙ্গে সরকারি চাকরির সুযোগ! 'চ্যাম্পিয়ন' গড়ে তুলতে জেলায় বড় উদ্যোগ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement