শিলিগুড়িতে নতুন করে আক্রান্ত ৩ চিকিৎসক, খোলা হল আরও একটি কোভিড হাসপাতাল !

Last Updated:

একের পর এক আক্রান্ত বাড়ায় চাপ বাড়ছে মাটিগাড়ার কোভিড স্পেশাল হাসপাতালের ওপর।

#শিলিগুড়ি: আনলক ওয়ান চলছে। বহু পরিষেবাই স্বাভাবিক হয়েছে। সোমবার থেকে আরও স্বাভাবিক হবে গোটা দেশ। খুলবে শপিং মল থেকে নামী দামি রেঁস্তোরা। একে একে সব পরিষেবাই স্বাভাবিকের পথে। তবে আপাতত বন্ধ থাকবে সিনেমা হল, বার, জিম। ধাপে ধাপে তাও খুলে যাবে। আর আনলক হতেই বাড়ছে করোনা সংক্রমণ। শিলিগুড়িও এর বাইরে নয়। আজ নতুন করে শহরে ৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এর মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ২ জন চিকিৎসক রয়েছেন। মাটিগাড়ার উত্তরায়নের একটি বেসরকারী হাসপাতালের এক চিকিৎসকও করোনা আক্রান্ত। প্রত্যেককেই কোভিড স্পেশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে কোভিড হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, নার্স সহ একাধীক স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। মেডিক্যালেরও একাধীক চিকিৎসক এবং ল্যাবরোটরির টেকনিশিয়ান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে উত্তরবঙ্গ মেডিক্যালে।
অন্যদিকে শিলিগুড়ি পুরসভার ১১ নং ওয়ার্ডের শেঠ শ্রীলাল মার্কেটের একটি বুটিকের দোকানে দরজিও করোনায় আক্রান্ত। যদিও তাঁর বাড়ি শহর ঘেঁষা জলপাইগুড়ি জেলার আশিঘরে। গত ২৮ মে শেষবার এসেছিলেন মার্কেটে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত মার্কেটের অন্য ব্যবসায়ী থেকে কর্মীরা। এদিকে শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি এলাকায় আরও দুই করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এর মধ্যে একজন কিশোরী রয়েছে। দু'জনকেই ভর্তি করা হয়েছে কোভিড স্পেশাল হাসপাতালে। একের পর এক আক্রান্ত বাড়ায় চাপ বাড়ছে মাটিগাড়ার কোভিড স্পেশাল হাসপাতালের ওপর। তাই আজ কাওয়াখালিতে আরও একটি কোভিড স্পেশাল হাসপাতাল চালু করা হয়েছে। এই হাসপাতালটি কোভিড সাসপেক্টেড হাসপাতাল ছিল।  আরও একটি হাসপাতাল নেবে জেলা স্বাস্থ্য দফতর। ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারাও।  যদিও এর মধ্যে ভাল খবরও আছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন করোনা আক্রান্তরা। আজ ফের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন আক্রান্ত। কোভিড হাসপাতালে করোনা যোদ্ধাদের হাতে ফুল ও করতালির মাধ্যমে অভিভাদন জানানো হয়। সম্প্রতি দু'দফায় ৫০ জন করোনা আক্রান্ত বাড়ি ফিরেছেন। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবালাম জানান, আজ ১০ জন সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরেছেন। জেলা স্বাস্থ্য দফতরই তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে এসছে।
advertisement
PARTHA PRATIM SARKAR
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়িতে নতুন করে আক্রান্ত ৩ চিকিৎসক, খোলা হল আরও একটি কোভিড হাসপাতাল !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement