বিধ্বস্ত উত্তরবঙ্গে বাতিল একাধিক ট্রেন! পর্যটকদের নিরাপদে ফেরাতে বড় উদ্যোগ রাজ্য পরিবহণ দফতরের

Last Updated:

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম। একটানা মুষলধারে বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। জানা গিয়েছে মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত এক শিশু সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্যেই আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই বড় উদ্যোগ নিল উত্তরবঙ্গ পরিবহণ রাজ্য পরিবহণ নিগম।

ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ
ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ
শিলিগুড়ি: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম। একটানা মুষলধারে বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। জানা গিয়েছে মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত এক শিশু সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্যেই আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই বড় উদ্যোগ নিল উত্তরবঙ্গ পরিবহণ রাজ্য পরিবহণ নিগম।
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ পরিবহণ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান ইতিমধ্যেই ৬টি বাস জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মোট তিনটি ট্রেনকে বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, রবিবার সকাল থেকে শিলিগুড়ি-ধুবড়ি ডেমু, এনজেপি-আলিপুরদুয়ার পর্যটক স্পেশ্যাল, শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কিছু ট্রেন বিন্নাগুড়ি, গুলমার মতো স্টেশন পর্যন্ত চলবে। শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেস, সিকিম-মহানন্দা এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।
advertisement
advertisement
এদিকে শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার-গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস নিউ কোচবিহার দিয়ে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কামাখ্যা- ডঃ আম্বেদকর নগর সাপ্তাহিক এক্সপ্রেস ঘুরপথে চালানো হবে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিধ্বস্ত উত্তরবঙ্গে বাতিল একাধিক ট্রেন! পর্যটকদের নিরাপদে ফেরাতে বড় উদ্যোগ রাজ্য পরিবহণ দফতরের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement