৭ দিনের মেয়েকে নদীতে চড়ে ফেলে দিয়েছিল মা, সেই মেয়েকে দত্তক নিল মার্কিন দম্পতি
Last Updated:
#কোচবিহার: সাত দিনের মনীষাকে জন্মের পরে নদীর চড়ে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। এরপরেই তাকে উদ্ধার করেছিল কোতোয়ালি থানার পুলিস। কোচবিহারের সরকারি হোমে বড় হয়ে ওঠা মনীষাকে দত্তক নিল মার্কিন দম্পতি।
হোমের চার দেওয়াল থেকে বিদেশ পাড়ি দিচ্ছে সাড়ে তিন বছরের মনীষা। যাবতীয় আইনি প্রক্রিয়া মিটিয়ে মার্কিন দম্পত্তি প্রস্তুত মনীষাকে নিয়ে যেতে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বাস শহরে থাকেন অ্যালেন কোলে ও ভিক্টোরিয়া কোলে ৷ তাদের আগেও একটি কন্যা সন্তান আছে। ফের মনীষার দায়িত্ব নিচ্ছে এই দম্পতি ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 08, 2019 1:22 PM IST