Kali Puja 2024: খরচা নেই, হাতের কাছেই প্যারিস! কালীপুজোয় দেখুন আইফেল টাওয়ার! কোথায়?

Last Updated:

Kali Puja 2024: বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা। পুজো কমিটির প্রেসিডেন্ট গৌরাঙ্গ রায় জানান, এ পুজোয় এবার আধুনিকতার সঙ্গে পৌরাণিকতার ছোঁয়া দেখতে পাবে দর্শকরা।

+
খরচা

খরচা নেই, হাতের কাছেই প্যারিস! কালীপুজোয় দেখুন আইফেল টাওয়ার! কোথায়?

উত্তর দিনাজপুর: দুর্গাপুজোর মতো কালীপুজোতেও থিমের লড়াই। কলকাতার মতো উত্তর দিনাজপুর জেলাতেও থাকছে থিম ও আলোকসজ্জার প্রতিমার অভিনবত্ব লড়াই। এ বছর উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ত্রিধারা সংঘের পুজোর বিশেষ থিম  আইফেল টাওয়ার। শুধু আইফেল  টাওয়ারই নয়, পৌরাণিক কাল্পনিক কাহিনীর সম্ভারও তুলে ধরা হবে এই পুজো মণ্ডপে।
আরও পড়ুন- নতুন ইউটিউব চ্যানেল? কত সাবস্ক্রাইবার হলে আসবে টাকা? ৯৯ শতাংশই না জেনে ভুল করছেন
জানা যায় এবারেই পুজো মন্ডপের বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা। পুজো কমিটির প্রেসিডেন্ট গৌরাঙ্গ রায় জানান, এ পুজোয় এবার আধুনিকতার সঙ্গে পৌরাণিকতার ছোঁয়া দেখতে পাবে দর্শকরা। একদিকে যেমন দর্শকরা এ পুজো মন্ডপে এলে প্যারিসের আইফেল টাওয়ার দেখতে পাবে। তেমনি অপরদিকে মহাভারতের কুরু পাণ্ডবের যুদ্ধের  কিছু অংশ তুলে ধরা হবে। পুজো মন্ডপের ভিতরে প্রবেশ করলে দর্শকরা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন । এবারেই পূজো ৪৯ তম বর্ষে পদার্পন করছে। প্রতিবারই এই পুজোতে নতুন অভিনবত্ব কিছু থাকে।
advertisement
প্রতিমাতেও মায়ের রূপকে এক বিশেষ রূপে ফুটিয়ে তোলা হবে। এছাড়াও পূজোর কয়েকদিন এখানে প্রতিযোগিতামূলক নানান অনুষ্ঠান থাকবে। বহিরাগত শিল্পীদের দিয়ে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবমিলিয়ে জমজমাট উত্তর দিনাজপুর জেলার ত্রীধারা সংঘের  পুজো এবার যে দর্শকদের বিশেষ উপহার দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
পিয়া গুপ্তা 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2024: খরচা নেই, হাতের কাছেই প্যারিস! কালীপুজোয় দেখুন আইফেল টাওয়ার! কোথায়?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement