• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • তুফানগঞ্জে বিজেপি-পুলিশ বচসা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ

তুফানগঞ্জে বিজেপি-পুলিশ বচসা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ

 • Share this:

  #তুফানগঞ্জ: তুফানগঞ্জে বিজেপি-পুলিশ বচসা। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সভাপতি সুব্রত বক্সি। সুব্রত বক্সিকে ঘিরে বিক্ষোভের পরিকল্পনা। তুফানগঞ্জ থানা চৌপথিতে জমায়েত করে বিজেপির দলীয় কর্মীরা।

  পুলিশ বিজেপিকর্মীদের সরাতে গেলে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপিকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ।

  First published: