Elephant Attack: বাড়ির বাইরে শৌচকর্ম করতে যাওয়াই কাল হল! আর ফিরলেন না যুবক, হাতির হামলায় মর্মান্তিক পরিণতি
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Elephant Attack: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে এই ঘটনাটি ঘটেছে। এদিন সকালে একটি বাঁশঝাড়ে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বন দফতরের তরফে গভীর রাত ও ভোরের দিকে এলাকাবাসীদের ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে।
ফালাকাটা, অনন্যা দেঃ ভোরের দিকে ঘুম ভেঙেছিল রাহুল টুডুর। প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে কিছুটা দূরের বাঁশ বাগানে গিয়েছিলেন। এরপরেই ঘটে যায় অঘটন। বুনো হাতির হামলায় মৃত্যু হয় এই যুবকের। সকাল থেকে তাঁকে ঘরে না দেখতে পেয়ে বাঁশঝাড়ে যান পরিবারের সদস্যেরা। সেখানে তাঁর অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন সকলে। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সান্থাল লাইন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রাহুল টুডু। বয়স ২১ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। এদিন সকালে একটি বাঁশঝাড়ে রাহুলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ শান্তিপুরে এই প্রথম! চালু হয়ে গেল শহরের ফার্স্ট বায়ো টয়লেট, দূর হল শৌচাগার নিয়ে দীর্ঘদিনের সমস্যা
বন দফতরের তরফে জানা যায়, দলগাঁও চা বাগানের পাশের জঙ্গলে গতকাল হাতির অবস্থান লক্ষ্য করা গিয়েছিল। তবে লোকালয়ে হাতি ঢুকেছে বলে বন কর্মীদের কাছে খবর ছিল না। ভোরের দিকে হয়তো বাঁশ বাগানের কাছে একটি হাতি ছিল বলে অনুমান বন কর্মীদের। ওই হাতির হানাতেই রাহুলের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরকারি নিয়মে যা যা করার, বন দফতরের পক্ষ থেকে করা হবে বলে জানা গিয়েছে। বন দফতরের মাদারিহাট রেঞ্জের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এই মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এভাবে চলতে থাকলে হাতি এক এক করে গ্রামবাসীদের মেরে ফেলবে বলে আশঙ্কা বাসিন্দাদের। বন দফতরের তরফে গভীর রাত ও ভোরের দিকে এলাকাবাসীদের ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Nov 11, 2025 9:21 PM IST










