Alipurduar News: ভুয়ো IPS সেজে প্রতারণার ছক! প্ল্যান বানচাল করল পুলিশ, আলিপুরদুয়ারে গ্রেফতার বিধাননগরের যুবক

Last Updated:

Alipurduar News: গতকাল থেকে এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করেন অভিযুক্ত। নিজেকে জাহির করার চেষ্টা করতে থাকেন তিনি। তখনও তাঁর আসল পরিচয় সম্বন্ধে কেউ ঘুনাক্ষরে টের পায়নি। তবে তাঁর কথায় অসংগতি লক্ষ্য করেন বেশ কয়েকজন ব্যবসায়ী।

ধৃত যুবক
ধৃত যুবক
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ ভুয়ো আইপিএস অফিসার সেজে প্রতারণার ছক। বিধাননগরের এক যুবককে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ট্রান্সপোর্ট বাজার এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। তাঁর নাম বিশ্বজিৎ বিশ্বাস, কলকাতা বিধাননগর এলাকার বাসিন্দা।
কয়েকদিন আগে অভিযুক্ত ট্রেনে চেপে কলকাতা থেকে আলিপুরদুয়ার শহরে আসেন। সেখানকার এক স্বনামধন্য হোটেলে নিজেকে দীপব্রত চক্রবর্তী ও সাউথ সল্টলেক সেক্টর ১-এর বাসিন্দা বলে পরিচয় দেন। পরিচয়পত্র হিসেবে ভুয়ো আধার ও ভোটার কার্ড হোটেলে জমা করেন। সেই সঙ্গেই নিজেকে ডাইরেক্টর অফ সেন্ট্রাল আইবি’র আইপিএস অফিসার হিসেবেও পরিচয় দেন ওই যুবক।
advertisement
আরও পড়ুনঃ পদোন্নতির জন্য ছিল সবকিছু প্রস্তুত! এরই মাঝে অঘটন, গভীর জঙ্গল থেকে উদ্ধার পুলিশকর্মীর মৃতদেহ, দানা বাঁধছে রহস্য
এরপর গতকাল থেকে এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করেন অভিযুক্ত। নিজেকে জাহির করার চেষ্টা করতে থাকেন তিনি। তখনও তাঁর আসল পরিচয় সম্বন্ধে কেউ ঘুনাক্ষরে টের পায়নি। তবে তাঁর কথায় অসংগতি লক্ষ্য করেন বেশ কয়েকজন ব্যবসায়ী। লোকমুখে সেই খবর আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিমের কাছে পৌঁছে যায়। এরপরেই সেই ভুয়ো আইপিএস অফিসারের খোঁজখবর নিতে শুরু করে পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে খবর আসে, অভিযুক্ত যুবক আলিপুরদুয়ার কোর্ট ট্রান্সপোর্ট বাজার এলাকায় কোনও এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। এরপর তাঁর জন্য অপেক্ষা করতে থাকেন আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিমের পুলিশকর্মীরা। অভিযুক্ত যুবক সেখানে পৌঁছতেই তাকে আটক করে পুলিশ। তল্লাশি চালালে তাঁর কাছ থেকে একাধিক ভুয়ো আধার ও এপিক কার্ড উদ্ধার হয়। এমনকি তাঁর মোবাইলে ভুয়ো আইপিএস আধিকারিকের পরিচয়পত্রও উদ্ধার করে পুলিশ। এরপরেই বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ভুয়ো IPS সেজে প্রতারণার ছক! প্ল্যান বানচাল করল পুলিশ, আলিপুরদুয়ারে গ্রেফতার বিধাননগরের যুবক
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement