Vegetable Market: টানা ভারী বর্ষণে বাড়ছে চরম বিপদ! সবজিতে পচন, বাজারে হাহাকার, পকেটে কোপ ক্রেতা থেকে বিক্রেতার
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Annanya Dey
Last Updated:
Vegetable Market: লাগাতার বৃষ্টির জেরে সবজি বাজারে হাহাকার। জলে পচে যাচ্ছে সবজি। আর একদিকে বেড়েছে দাম। ব্যবসা লাটে উঠেছে বলে দাবি আলিপুরদুয়ার জেলার সবজি ব্যবসায়ীদের।
আলিপুরদুয়ার: লাগাতার বৃষ্টির জেরে সবজি বাজারে হাহাকার। জলে পচে যাচ্ছে সবজি। আর একদিকে বেড়েছে দাম। ব্যবসা লাটে উঠেছে বলে দাবি আলিপুরদুয়ার জেলার সবজি ব্যবসায়ীদের।
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সবজি বাজারে গেলে ব্যবসায়ীদের কাছে সবজি দেখা যায় না বললেই চলে। এদিকে যা দাম বেড়েছে সবজির তাতে রুষ্ট ক্রেতারা।দু’সপ্তাহ ধরে অবিশ্রান্ত বর্ষনের জেরে সবজির দাম বেড়েছে। ক্রেতা ও বিক্রেতারা হতাশ। দাম বেড়ে যাওয়ায় কম কিনছেন ক্রেতারা।
advertisement
advertisement
আর বিক্রি না হওয়ায় সমস্যায় পড়ছেন বিক্রেতারা। পটল- ৬০ টাকা।বেগুন-৬০টাকা। ঝিঙে-৬০ টাকা।করলা-৮০ টাকা। টমেটো-৮০ টাক।কাঁচালঙ্কা -১০০ টাকা।আলু- ৩৫ টাকা কিলো।ভুটান আলু- ৪০ টাকা কিলো।সব সবজির দাম আকাশছোঁয়া। ক্রেতারা দাম বেড়ে যাওয়ায় কম কিনছেন।আর বৃষ্টির জন্য উৎপাদন কমেছে সবজির।
advertisement
এর ফলে ক্রেতা ও বিক্রেতারা সমস্যায়।ব্যবসায়ীরা জানিয়েছেন, এই সবজির মূল্য বৃদ্ধিতে তাঁদের কিছু করণীয় নেই। নিত্য প্রয়োজনীয় সবজি দাম শুনে কেউ নিচ্ছেন না। এদিকে একদিনের বেশি দু’দিন সবজি রাখা যাচ্ছে না। পচন ধরছে। আরতদারদের টাকা দিতে পারছেন না ব্যবসায়ীরা। বৃষ্টি না কমলে সমস্যার সমাধান হবে না।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2024 3:57 PM IST