Alipurduar News: নাচ, গান পাশাপাশি খাওয়া দাওয়া, কালচিনিতে পালিত হচ্ছে সোনম লোসর

Last Updated:

Alipurduar News: সোনম লোসর উৎসবে মেতে উঠেছেন তামাং জনজাতির মানুষেরা। কালচিনিতেও দেখা হচ্ছে এই উৎসব পালিত হতে।

+
বৌদ্ধ

বৌদ্ধ মঠ

আলিপুরদুয়ার: সোনম লোসর উৎসবে মেতে উঠেছেন তামাং জনজাতির মানুষেরা। কালচিনিতেও দেখা হচ্ছে এই উৎসব পালিত হতে। নেপালের তামাং এবং হিওলমো সম্প্রদায়ের পাশাপাশি ভারতের সিকিম এবং দার্জিলিং অঞ্চলের একটি নববর্ষের উৎসব এটি।
মাঘ মাসের শুক্লপক্ষে এই উৎসব পালিত হয়।দেব-দেবীদের স্বাগত জানাতে ঘরবাড়ি এবং আশেপাশের এলাকা পরিষ্কার করেন তামাং জনজাতির মানুষেরা।আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে শিশু থেকে বয়স্ক সকলেই অংশগ্রহণ করেন। একে অপরকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা হয়। তামাং জনজাতির মানুষেরা ঐতিহ্যবাহী পোশাক এবং গয়না পরেন উৎসব চলাকালীন। উৎসবে নৃত্যের জন্য তামাং সেলো এবং ডাম্ফু বাজানো হয়।
advertisement
advertisement
তামাং দের এই বছরগুলি ১২টি ভিন্ন প্রাণীর সঙ্গে সম্পর্কিত – ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, ঈগল, সাপ, ঘোড়া, ছাগল,ভেড়া, বানর, মোরগ, কুকুর এবং শূকর। পূর্বে ফসল কাটার পরে এই উৎসব পালিত হত।কালচিনি ব্লকে তামাং জনজাতির মানুষদের পক্ষ থেকে এই উৎসব পালন হচ্ছে। কালচিনির বক্সা মাঠে চলছে উৎসব। নাচে, গানে উজ্জ্বল হচ্ছে সন্ধ্যাবেলা। পাশাপাশি তামাং সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরার জন্য স্টল বসানো হয়েছে। রাখা হয়েছে নানা খাবার।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: নাচ, গান পাশাপাশি খাওয়া দাওয়া, কালচিনিতে পালিত হচ্ছে সোনম লোসর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement