জঙ্গলের রাস্তায় সাক্ষাৎ 'যমদূতের' দেখা! প্রাণ হাতে নিয়ে ছুট, রাতের অন্ধকারে তারপর যা হল...

Last Updated:

বৃষ্টির রাতে তিতি জঙ্গল দিয়ে যাওয়ার সময়ে বুনো হাতির দলের দেখা। বাইক ফেলে দৌড় দিলেন চালক।

+
তিতি

তিতি জঙ্গল

মাদারিহাট,অনন‍্যা দেঃ ‘রাখে হরি মারে কে’! এই কথাটি সত্যি হল শ্যামল টোটোর জীবনে। বুদ্ধির জোরে সাক্ষাৎ যমদূতের হাত থেকে রেহাই পেলেন তিনি। তবে যমদূতরূপী হাতির দল ভেঙে তছনছ করে দিয়েছে তাঁর মোটরবাইকটি।
বৃষ্টির রাতে টোটোপাড়া যাওয়ার জন্য মাদারিহাট থেকে রওনা দিয়েছিলেন শ্যামল। তিতি ও বাঙড়ি নদীর মাঝে রয়েছে তিতির জঙ্গল। সেই পথ ধরেই মোটরবাইক চালিয়ে আপনমনে যাচ্ছিলেন তিনি।  হঠাৎই ‘যমদূতের’ দেখা। লক্ষ্য করলেন, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একদল বুনো হাতি। এরপর কী করবেন তিনি বুঝতে না পেরে মোটরবাইকটি ফেলে রেখেই প্রাণ হাতে নিয়ে দৌড় দিতে শুরু করেন।
advertisement
আরও পড়ুনঃ শিক্ষার পথে বাধা পরিবহণ! পড়াশোনা ছাড়তে বাধ‍্য হচ্ছে প্রত্যন্ত এই এলাকার পড়ুয়ারা, দুর্দিন ঘুচবে কীভাবে?
টানা ৮ কিলোমিটার দৌড়ে তারপর থামেন তিনি। ততক্ষণে সড়কে পৌঁছে গিয়েছেন। এক, দু’টি গাড়ি দেখে একটু হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি। এরপর একটি গাড়িতে চেপে ফের জঙ্গলে ফেরেন। হাতির দলের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তিনি থামেন। দেখেন তাঁর মোটরবাইকটি নিয়ে রীতিমতো ফুটবল খেলছে হাতির দল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লঙ্কাপাড়া রেঞ্জের বন কর্মীরা। বৃষ্টি হলেই হাতির দল বেরিয়ে আসছে জঙ্গল থেকে। করিডরগুলিতে কোনও কোনও সময় এক ঘন্টাও দাঁড়িয়ে থাকে হাতির দল, জানিয়েছে বন কর্মীরা।
লঙ্কাপাড়া রেঞ্জ অফিসার আলী রাফসান ফোনে জানিয়েছেন, “শ্যামল টোটো বুদ্ধি দিয়ে কাজ করেছিলেন। ওই স্থানটি হাতির করিডর। সকলকে বলব, সাবধানতা অবলম্বন করতে।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জঙ্গলের রাস্তায় সাক্ষাৎ 'যমদূতের' দেখা! প্রাণ হাতে নিয়ে ছুট, রাতের অন্ধকারে তারপর যা হল...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement