Alipurduar News: ঝোপের আড়ালে ওটা কী? টর্চ মারতেই কেঁপে উঠলেন জলদাপাড়ার বনকর্মীরা
Last Updated:
রাতে জাতীয় উদ্যানে অন্যান্য দিনের মতোই টহল দিচ্ছিলেন বনকর্মীরা। হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়ল
আলিপুরদুয়ার: টহল দিচ্ছিলেন বনকর্মীরা! আচমকাই কেঁপে উঠলেন। ওটা কী? চাঞ্চল্য জলদাপাড়া এলাকায়। জানা যায়, রাতে জাতীয় উদ্যানে অন্যান্য দিনের মতোই টহল দিচ্ছিলেন বনকর্মীরা। হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়ল। ঝোপের আড়ালে পড়ে রয়েছে এক গণ্ডারের মৃতদেহ, বয়স আনুমানিক দু'বছর।
হলং বিটের তিন নম্বর কম্পার্টমেন্টে দেখা যায় এই গণ্ডারের দেহ। বনকর্মীরা উচ্চপদস্থ আধিকারিকদের জানান। খবর ছড়িয়ে পড়তে বন দফতরের প্রতিটি কর্মী এলাকায় চলে আসে। গণ্ডারের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে।
ময়নাতদন্তের পর জানা যায় গণ্ডারটি অসুস্থ ছিল। জন্মের পর থেকেই অপুষ্টিতে ভুগছিল। কোনও চোরাশিকারির হাতে খুন হয়নি গণ্ডারটি, সেই রিপোর্ট দেখার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন বনকর্মীরা। চোরাশিকারিদের উপদ্রব প্রতিহত করতে টহলদারি বাড়িয়েছে বন দফতর।গণ্ডারের দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কে ছিলেন সকলেই। এর আগে বেশিরভাগ সময় দেখা যেত চোরাশিকারিদের হাতে মৃত্যু হয়েছে গণ্ডারের। খর্গ চুরি করার জন্য হত্যা করা হত গণ্ডারগুলিকে।গণ্ডারের পাশাপাশি জঙ্গলের বন্যপ্রাণী রক্ষায় অগ্রণী ভূমিকা নেয় বনদফতর।বাড়ানো হয় টহলের সময়।
advertisement
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 8:05 PM IST