Jaigaon Model School: আর পড়াশুনার জন্য ছুটতে হবে না বাইরে! এবার ঘরের কাছেই মডেল স্কুল পেয়ে গেল জয়গাঁ, কত খরচ হল জানেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
অপেক্ষার অবসান। শুরু হতে চলেছে জয়গাঁ মডেল স্কুল
আলিপুরদুয়ার: অপেক্ষার অবসান। শুরু হতে চলেছে জয়গাঁ মডেল স্কুল। এই প্রথম জয়গাঁ পেতে চলেছে সরকারি উচ্চ বিদ্যালয়। জয়গাঁর পার্শ্ববর্তী এলাকা দলসিংপাড়াতে রয়েছে একটি সরকারি উচ্চবিদ্যালয়। জয়গাঁয় প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তবে সরকারি উচ্চবিদ্যালয়ের অভাববোধ করতেন পড়ুয়া, অভিভাবকরা।জয়গাঁর অধিকাংশ পড়ুয়া উচ্চবিদ্যালয়ে পড়ার উদ্দেশ্যে দলসিংপাড়াতে আসত।যদিও জয়গাঁয় রয়েছে প্রচুর বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল।
যাদের সামর্থ রয়েছে সেসব অভিভাবকেরা তাদের সন্তানদের বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলে পড়তে পাঠান। যাদের সেই সামর্থ নেই তারা তাদের সন্তানদের পড়াশুনোর জন্য দলসিংপাড়াতে পাঠান। জয়গাঁয় তৈরি হওয়া সরকারি মডেল স্কুলটি হিন্দি মাধ্যমের হতে চলেছে। এটি জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতের ভুলন চৌপথি এলাকায় অবস্থিত। পূর্ত দফতরের তদারকিতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে স্কুল ভবন তৈরি হয়েছে। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠনের সুবিধা থাকবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তিনটি আলাদা ভবন তৈরী হয়েছে। ক্লাসঘরের সংখ্যা প্রায় ৪০টি। তবে কত জন পড়ুয়াকে ভর্তি নেওয়া হবে তা নিয়ে কোন উত্তর মেলেনি আলিপুরদুয়ার জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে। ২০২৩ সালের জানুয়ারি মাসে বিদ্যালয়টি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে শুরু হচ্ছিল না বিদ্যালয়টি। প্রায় আড়াই বছর পর বিদ্যালয়টি চালু হতে চলেছে। ইতিমধ্যে জেলার শিক্ষা দফতরের প্রতিনিধিরা বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তারপরেই মিলেছে বিদ্যালয় চালু হওয়ার সংকেত। এই বিষয়ে স্কুলের এক শিক্ষক খোকন চন্দ্র জানান, “এলাকায় এসে সমীক্ষা করেছেন শিক্ষা দফতরের আধিকারিকরা, তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিন্দি মাধ্যমে স্কুল শুরু করার। পড়ুয়াদের শিক্ষার মান সঠিক হবে এই আশা রয়েছে আমাদের।”
advertisement
এদিকে এই স্কুলের সম্পর্কে জানাতে এবং ভর্তি প্রক্রিয়া সবটাতে সাহায্য করেছে জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েত। প্রধান কমল পাখরিন জানান, “আগামীতেও সরকারি এই স্কুলের প্রচার চলবে।” জানা গিয়েছে, হিন্দি ভাষায় পড়াশোনা হবে স্কুলটিতে। ছয়জন গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে। প্ৰথম পর্যায়ে প্ৰথম ও পঞ্চম দুটো শ্রেণীর পড়াশোনা হবে। পরে এই তা দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলবে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 3:43 PM IST
