বকেয়া মজুরি না পেয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ শ্রমিকদের !
Last Updated:
২৮ দিনের বকেয়া মজুরি না পেয়ে অবশেষে আলিপুরদুয়ারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজারকে ঘেরাও ৷
#আলিপুরদুয়ার: ২৮ দিনের বকেয়া মজুরি না পেয়ে অবশেষে আলিপুরদুয়ারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার ম্যানেজারকে ঘেরাও করে তুমূল বিক্ষোভ দেখাল মাঝেরডাবরি চা বাগানের প্রায় ১৭০০ শ্রমিক।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বাগান শ্রমিক ও স্থানীও তৃণমূল নেতৃত্ব দলের স্লোগান ও পতাকা হাতে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘেরা করে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করে।ফলে লাটে ওঠে ব্যাঙ্কের স্বাভাবিক কাজ কর্ম।বাগান শ্রমিকদের এহেন বিক্ষোভে বিপাকে পড়ে ব্যাঙ্কের ভিতরে থাকা গ্রাহকরা ব্যাঙ্ক ছেড়ে চলে যেতে বাধ্য হন ।
বিক্ষোভ শুরু হবার ঘণ্টা খানেকের মধ্যেই ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। ব্যাঙ্কের কাজ কর্ম শিকেয় তুলে এহেন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে বিধায়ককে প্রশ্ন করতেই বিধায়ক জানান এই আন্দোলন বাগানের না খেতে পাওয়া শ্রমিকদের ।যদিও পরবর্তি পর্যায় পুরো আন্দোলনের রাশ সৌরভবাবু নিজের হাতেই তুলে নেন।শ্রমিকদের আন্দোলনের ইতি টানতে সৌরভ চক্রবর্তী এবং তৃণমূলের অন্যান্য জেলা নের্তৃবৃন্দ, বাগান কর্তৃপক্ষ,ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। পরে এই ক্ষোভ সামাল দিতে ফের সিদ্ধান্ত হয় যে ২৪ ঘণ্টার মধ্যে জরুরী ভিত্তিতে ১০ টি আকাউন্ট খুলে শ্রমিকদের বকেয়া প্রদান করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2016 8:02 PM IST