আলিপুরদুয়ার জেলা পরিষদেও অপ্রতিরোধ্য তৃণমূল

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আলিপুরদুয়ার জেলা পরিষদেও তৃণমূলের জয়জয়কার ৷ তৃণমূলের অর্শ্বমেধের ঘোড়া এবার স্পর্শ করল আলিপুরদুয়ারও ৷ আলিপুরদুয়ারের মোট ১৮টি জেলা পরিষদের আসনের মধ্যে ১৭টি আসনেই তৃণমূল কংগ্রেস বিরোধীদের ধরাশায়ী করেছে ৷

  • Last Updated :
  • Share this:

    #আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা পরিষদেও তৃণমূলের জয়জয়কার ৷ তৃণমূলের অর্শ্বমেধের ঘোড়া এবার স্পর্শ করল আলিপুরদুয়ারও ৷ আলিপুরদুয়ারের মোট ১৮টি জেলা পরিষদের আসনের মধ্যে ১৭টি আসনেই তৃণমূল কংগ্রেস বিরোধীদের ধরাশায়ী করেছে ৷ একটি আসনে বিজেপি জয়লাভ করেছে ৷ দিকে দিকে, পর পর, জেলা পরিষদ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ৷

    আরও পড়ুন : তৃণমূল কংগ্রেসের দাপটে জলপাইগুড়ি জেলা পরিষদ বিরোধীশূণ্য আজ

    পাহাড়, সমতল সব কিছুকেই জুড়ে দিল তৃণমূলের বিজয়গাথা ৷ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ তেমনই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি দুই ২৪ পরগনা জায়গা আলাদা, প্রাকৃতিক গঠন আলাদা কিন্তু কী পাহাড় কী সমতল তৃণমূলের জয়ে এই সাফল্য নিঃসন্দেহেই এক অন্য উপমার জন্ম দিয়েছে ৷

    আলিপুরদুয়ারে যে তৃণমূলের ঝড় আছড়ে পড়তে চলেছে তা সবার আগেই আমরা জানিয়েছিলাম ৷ এ ক্ষেত্রেও মিলে গেল আমাদের বুথ ফেরৎ সমীক্ষা ৷ রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোটের সব খবর সবার আগে পরিবেশন করেছি আমরাই ৷

    First published:

    Tags: Alipurduar, Election Commission, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, North Bengal Panchayat Election 2018, Panchayat Election 2018, Panchayat polls 2018, Panchayat Polls live, Scrutiny, West Bengal Panchayat polls 2018