Darjeeling: পাহাড়ে এবার নতুন জোট? অনীতকে ঠেকাতে গুরুংদের ডাক হামরো পার্টির প্রধান

Last Updated:

পাহাড়ে গনতন্ত্র বাঁচাতে অনীত বিরোধী জোট গড়ার ডাক দিলেন এডওয়ার্ড।

দার্জিলিংয়ে হামরো পার্টির অনুষ্ঠান৷
দার্জিলিংয়ে হামরো পার্টির অনুষ্ঠান৷
#দার্জিলিং: পাহাড়ে ফের রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে। এর জন্যে দায়ী অনীত থাপা। রাজ্যও দায় এড়াতে পারে না। এর আগে যা পাহাড়ে কখোনও ছিল না, সেই ঘোড়া কেনা-বেচা শুরু করেছে অনীত থাপা। রাজ্যের মদতেই তা চলছে। রাজ্য কেন অনীতকে সেই সুযোগ করে দিল। আজ দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় যোগ দিয়ে দার্জিলিংয়ের মোটর স্ট্যান্ডে এই অভিযোগে সরব হলেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড।
পাহাড়ে গনতন্ত্র বাঁচাতে অনীত বিরোধী জোট গড়ার ডাক দিলেন এডওয়ার্ড। সেই জোটে জিএনএলএফ সুপ্রিমো মন ঘিসিংকেও আহ্বান জানালেন তিনি। ঘিসিংয়ের সঙ্গে মন কষাকষি করেই জিএনএলএফ ছেড়ে ১ বছর আগে নয়া দল গড়েছিলেন এডওয়ার্ড। আজ অবশ্য তিনি বলেন, এবারে অনীতকে হারাতে মনকেও কিছুটা মাথা ঝোঁকাতে হবে। আমিও ঝোঁকাবো।
advertisement
advertisement
সেই জোটে বিমল গুরুংকেও আহবান জানিয়েছেন হামরো পার্টির প্রধান। ডাক দিয়েছেন অনীত বিরোধী পাহাড়ের তৃণমূল নেতা জিটিএ সভাসদ বিনয় তামাংকেও। পাহাড়ে আসন্ন পঞ্চায়েত এবং তিন পুরসভার নির্বাচনে একদিকে অনীত অন্যদিকে পাহাড়ের গোর্খা দলগুলিকে একমঞ্চে নিয়ে লড়ার আহ্বান জানালেন এডওয়ার্ড। পাশাপাশি পৃথক গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে গুরুংয়ের ডাকে দিল্লির সভায় যোগ দেবেন বলেও জানান তিনি।
advertisement
এমন কি, পাহাড়ে গোর্খাদের দাবি নিয়ে অহিংস আন্দোলনের নেতৃত্বও দেবেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত হামরো পার্টি ভাঙিয়ে দার্জিলিং পুরসভা দখলের পথে অনীতের বিজিপিএম। এমন কি,  জিটিএ-তেও হামরোর দুই সভাসদকে দলে টেনেছেন অনীত। তবে অনীত এবং তাঁর দল নিয়ে ভীত নন বলে দাবি এডওয়ার্ডের।
তৃণমূল নেতা গৌতম দেব অবশ্য বলেন,  "ওর নিজের দলের নির্বাচিত প্রতিনিধিরা ওকে ছেড়ে চলে যাচ্ছে। এটা ওদের দুই দলের বিষয়। এর মধ্যে তৃণমূল থাকবে কেন? এটা তো ওর ব্যর্থতা। নিজের দলের নির্বাচিত প্রতিনিধিদের ধরে রাখতে পারছে না। তার দায় তৃণমূলের উপরে কেন?"
advertisement
তিনি এও বলেন, রাজ্য চায় পাহাড়ের উন্নয়ন, শান্তি, গনতন্ত্র। কেন্দ্রের উচিৎ পাহাড়কে আর্থিক প্যাকেজ দেওয়া।
অনীত থাপার দল বিজিপিএম-এর কেন্দ্রীয় মুখপাত্র এস পি শর্মা বলেন,  "ওর দলের আরও কয়েকজন কাউন্সিলর এবং জিটিএ-র সভাসদ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন দলে যোগ দেওয়ার জন্যে। নিজের দল ধরে রাখতে পারছে না। একটা হতাশায় আছে ও। সেই হতাশা থেকেই আজকের এই ধরনের মন্তব্য। আর দায় চাপাচ্ছে অনীত থাপা এবং আমাদের দলের উপর। ওর শুভ বুদ্ধির উদয় হোক। আর ও তো ২০১৯-এ রাজু বিস্তার সঙ্গে ভোট প্রচারে ছিলেন। ২৪-এর আগে ফের নয়া কৌশল নিচ্ছে। এতে গোর্খা জাতিরও উন্নতি হবে না। ওরও কিছু হবে না।"
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling: পাহাড়ে এবার নতুন জোট? অনীতকে ঠেকাতে গুরুংদের ডাক হামরো পার্টির প্রধান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement