কুমোরের চাকা অতীত! আধুনিক 'এই' মেশিনে একদিনে তৈরি হচ্ছে হাজার হাজার প্রদীপ, আয়ের নয়া দিশা দেখাচ্ছেন মালদহের মৃৎশিল্পী
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Clay Lamp: কুমোরের চাকা নয়, আধুনিক যন্ত্রের মাধ্যমে তৈরি হচ্ছে মাটির প্রদীপ। মেশিনের মাধ্যমে মাটির প্রদীপ বানিয়ে তাক লাগালেন মালদহের মৃৎশিল্পী উজ্জ্বল পাল। দিনে প্রায় ৭০০ থেকে ১০০০টি মাটির প্রদীপ সহ অন্যান্য সমস্ত রকম মাটির সামগ্রী তৈরি হয় বলে জানান তিনি।
মালদহ, জিএম মোমিনঃ বছরের এই সময়টায় মাটির প্রদীপের চাহিদা বেশ বেড়ে যায়। তাই অন্য সমস্ত কাজ ছেড়ে বাড়ির সকলে প্রদীপ তৈরির কাজে লেগে পড়েন। সারাবছর টুকটাক মাটির অন্যান্য জিনিস তৈরি করলেও, কালীপুজো-দীপাবলির সময় মাটির প্রদীপের বেশ ডিম্যান্ড থাকে। তাই চাহিদা মতো প্রদীপের জোগান দিতে এবার মেশিনের মাধ্যমে মাটির প্রদীপ তৈরি করে তাক লাগালেন মালদহের মৃৎশিল্পী উজ্জ্বল পাল।
ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের কাগমারি হাটপাড়া এলাকার এই শিল্পী আধুনিক মেশিনের মাধ্যমে কম সময়ে অধিক পরিমাণে প্রদীপ সহ নানা রকম মাটির জিনিস তৈরি করছেন। দিনে প্রায় ৭০০ থেকে ১০০০টি মাটির প্রদীপ সহ অন্যান্য সমস্ত রকম মাটির সামগ্রী তৈরি হয় বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ, পরিষ্কার হচ্ছে রাস্তা-খাল! জলবন্দি হাসপাতালের ছবি তুলে ধরতেই ‘অ্যাকশনে’ প্রশাসন
মৃৎশিল্পী উজ্জ্বল পাল বলেন, “দীর্ঘদিন ধরে মাটির বিভিন্ন জিনিস তৈরির কাজ করি। আগে কুমোর চাকা দিয়ে মাটির প্রদীপ ও অন্যান্য জিনিস তৈরি করতাম। সেই কুমোর চাকা ভেঙে যাওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। এরপর বাড়ির বড় ছেলে যান্ত্রিক মোটর দিয়ে এই মেশিন তৈরি করে দেয়। এই মেশিনের মাধ্যমে সারা বছর দইয়ের ভাঁড় সহ অন্যান্য মাটির জিনিস তৈরি করি। এখন কালীপুজোয় প্রদীপের অর্ডার আসায় মাটির প্রদীপ তৈরি করছি।”
advertisement
advertisement
মৃৎশিল্পীর স্ত্রী মালতি পাল জানান, “কুমোর চাকায় মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করতে অনেক সময় লাগত। এখন মেশিনের মাধ্যমে ঘণ্টায় ১০০টি প্রদীপ তৈরি হয়ে যায়। ছোট প্রদীপ ১ টাকা এবং বড় প্রদীপ ৩ টাকা ও ৫ টাকা দাম। পাইকারি, খুচরো সবই বিক্রি করি। ভাল টাকা রোজগার হয়ে যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আধুনিক প্রযুক্তির ফলে উৎসবের আলোয় লেগেছে আধুনিকতার ছোঁয়া। ডিজিটাল ইলেকট্রিক প্রদীপ থেকে বিভিন্ন রকম আলোকসজ্জা বাজারে এসেছে। কিন্তু তা সত্ত্বেও মাটির প্রদীপের চাহিদা কমেনি। সেই চাহিদা মতো জোগান দিতে আধুনিক এই মেশিন বেছে নিয়েছেন মালদহের এই মৃৎশিল্পী। মাটির জিনিস তৈরিতে তাঁর এই পদ্ধতি সকলের নজর কেড়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
October 09, 2025 12:40 PM IST